আমাদের কথা খুঁজে নিন

   

বিরোধীদল বিএনপির অনুপস্থিতেই

কে আমার আমি কার বিরোধীদল বিএনপির অনুপস্থিতেই জাতীয় সংসেদে ২০১২-১৩ অর্থবছরের জন্য এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট পাস হয়েছে। মহাজোট সরকারের এটি চতুর্থ পূর্ণাঙ্গ বাজেট। বৃহস্পতিবার জাতীয় সংসদে স্পিকার এডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উন্নয়ন ও অনুন্নয়ন ব্যয়ের জন্য ২ লাখ ৮৩ হাজার ৫৯৯ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ের মঞ্জুরি চেয়ে নির্দিষ্টকরণ বিল ২০১২ উত্থাপন করলে কণ্ঠভোটে তা গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপস্থিত ছিলেন। সরকারি দলের সংসদ সদস্যরা এ সময় টেবিল চাপড়ে এতে সমর্থন জানিয়ে অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান।

বাজেটে প্রস্তাবিত করমুক্ত ব্যক্তিগত আয়সীমা ১ লাখ ৮০ হাজার থেকে বাড়িয়ে ২ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। মোবাইল ফোনের কলের ওপর প্রস্তাবিত সারচার্জ প্রত্যাহার এবং ক্ষুদ্র সঞ্চয়ীদের জন্য কর সনাক্তকরণ নম্বর (টিআইন) বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বুধবার বাজেট আলোচনা শেষে অর্থ বিল ২০১২ এর অনুমোদন হয়। গত ৭ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। সেদিনও বিএনপির সংসদ সদস্যরা অধিবেশনে ছিলেন না।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের গত তিনটি বাজেট অধিবেশনেও বিরোধী দল সংসদে যায়নি। এবার বাজেটের ওপর ৫০ ঘণ্টারে বেশি সময় আলোচনা করেছেন সাংসদরা। বুধবার অর্থবিল পাসের মধ্যে দিয়ে বাজেটের কর ও শুল্ক আরোপ এবং এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন করা হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.