শনিবার দুপুরে চাঁদপুরে তিনি সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগে থেকেই বিরোধীদলকে সংলাপে অংশগ্রহণ করে বক্তব্য উপস্থাপন করতে বলেছেন। তারা তালবাহানা করে এটা এড়িয়ে যাচ্ছে। এটা জাতির কাছে সুস্পষ্ট।
সময়মতো সংবিধান অনুযায়ী অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে তাদের সঙ্গে সংলাপ করতে চাইলে তা এখনো উন্মুক্ত বলে জানান মন্ত্রী।
যাদের আন্দোলন, হরতাল ও সংহিসতার কারণে লোকজনের প্রাণ গেছে তাদের সকলের বিরুদ্ধে হত্যা মামলা করা হবে এবং এই হত্যার দায় তাদেরকে বহন করতে হবে, বলেন মন্ত্রী।
দুপুরে কচুয়া উপজেলায় বিভিন্ন অনুষ্ঠানে যোগদান শেষে মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।