আমাদের কথা খুঁজে নিন

   

....:::::একটি হিন্দি সিরিয়ালের কাল্পনিক দৃশ্যের চিত্রনাট্য::::::.......

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন ছেলে:: আমি তোমাকে ভালবাসি [১০টা অবস্থান থেকে এই দৃশ্যটা দেখানো হবে। ] ... [মেয়ের টাশকি খাওয়া মুখ দেখাবে ১২টা অবস্থান থেকে] মেয়ে::: কী বলছো তুমি? ভালবাস তুমি আমাকে? [কথাটা প্রতিধ্বনিত হবে ৩ বার] [ছেলের চোখ মুখে অন্য রকমের আভা দেখাবে ৪ বার] ছেলে::: হ্যা তোমাকে আমি ভালবাসি। [এইকথা বলার পর ১ মিনিট রোমান্টিক সুর বাজবে। ] এবারে ৫ মিনিটের বিরতি । বিরতির পরঃ [মেয়ের চিন্তিত মুখ দেখাবে ৬ বার।

] মেয়ে:: তুমি কি সত্যিই আমাকে ভালবাস?? [এই কথা বলার পর মেয়ের মুখের দিকে ক্যামেরা ধরা হবে ৫ জায়গা থেকে। ] [ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়বে। তার বসা ভিডিও করা হবে ২ মিনিট ধরে। ] এই পর্যায়ে আবারও বিরতি । ৫ মিনিটের জ্বালাদায়ক বিরতির পরঃ ছেলে::: হ্যাঁ তোমাকে আমি সত্যি সত্যি খুব ভালবাসি।

[১ মিনিট ধরে দুইজনকে ভিডিও করা হবে। ] ছেলে::: আমি তোমাকে এ জীবনের চেয়ে বেশি ভালবাসি। [গান বাজতে থাকবে। ] [মেয়েটার মুখের অবস্থা ৭ জায়গা থেকে দেখানো হবে। সময় লাগবে ২ মিনিট।

] (পর্বের সমাপ্তি) এইভাবে টানতে টানতে হিন্দি সিরিয়াল গুলা ১০০০ পর্ব অতিক্রম করে। ভারতীয় বাংলা সিরিয়াল গুলাও প্রায় এরকম । শুধু শেখায় কিভাবে ঝগড়া করতে হয়, কিভাবে কুটনামি করতে হয়- এগুলা । বাংলাদেশের কিছু কিছু চ্যানেলেও এমন সিরিয়াল প্রচার শুরু হয়েছে । আর দর্শক আপুরা মুখ হাঁ করে বেক্কলের মত তা গিলতে থাকে।

এমন ভাবে গিলতে থাকে, মনে হয় যেন গেলার জন্য তাকে মাস শেষে বেতন দেয়া হবে। শিক্ষণীয় নাটক দেখুন, বাংলাদেশের নাটক দেখুন । ঐসব চুইং গাম মার্কা সিরিয়াল বর্জন করুন । [ কিছুটা সংগৃহীত এবং বাকিটা আমার নিজের সংযোজিত । :p ] >>>শেয়ার করুন ।

হিন্দি সিরিয়াল "গিলা" থেকে সমাজকে বাঁচান । সচেতনতা বাড়ান । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.