আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাগুচ্ছ - ১

আহসান জামান আমরা হারাবো বলেই পথে নেমে এসেছি আমরা হারাবো বলেই পথে নেমে এসেছি; গোধূলিরোদের ভাঁজে ঘোরলাগা কাঁচের মসৃণসরে ভেসে উঠছে হারানো বাজপাখি, তার ঠোঁটে পড়ে নিও অসাবধানী পদাবলী। আমরা হাওয়াতে লিখে রাখি আগামী গানের কলি, শ্রেনীভেদের মাফযোক। আমরা হারাবো বলেই পথে নেমে এসেছি; একতার ল্বদ্ধিঘুড়িতে ওড়ে অযুতমৃত্যুর জলছাপ। গড়ে উঠছে অসংখ্য লেদমেশিনে শব্দের চয়নিকা কালো শ্রমহাতে কাটে দ্রোহের আগুন, নিঠুরনির্মম। আমরা হারাবো বলেই পথে নেমে এসেছি; অসংখ্য হাতেরা মিলেমিলে চৌচির ব্রেরিগেট মাথায় বেঁধেছি আজ লালসালু, রক্ত লাল। তুমি নেই বলে, তোমাকেই খুঁজে পাই তুমি নেই বলে, তোমাকেই খুঁজে পাই বিষণ্ণদুপুরের নৈঃশব্দের নক্সীর ভাঁজে মৃণালের মতো তুমি জেগে থাকো সারাবেলা। কাজফাঁকে, নির্জনপথের ছায়ার আড়ালে কী করে পথ হাঁটো আমার সাথে! তুমি নেই বলে, তোমাকেই খুঁজে পাই প্রত্যহদিনের ভিড়ে; বিশ্রামের স্নায়ুতে তোমার নিঃশ্বাস জড়িয়ে থাকে শীতের আলসেমীতে; উম-ভাঙ্গা দু'চোখে কালজয়ী স্বপ্নচিলের মতো ডেকে তোলো আমার ভিতর আরেক আমাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।