সুস্থ সুন্দর জীবনযাপন করতে চাই । ভাসতে চাই অনাবিল সুখে । শর
তোমার পক্ষ থেকে একটি শর
আমার মন,বক্ষ বিদ্ধ করে,
বেরিয়ে গেল এফোড়-ওফোড় করে ।
তোমার একেবারে অজান্তে ।
তুমি জানো না’ক
জানে আমার বিদিক্ষ মন।
বিদিক্ষ বক্ষ খুজে সারাক্ষন
তোমার প্রেমের শর ।
বিদ্বেষ
কালের চাকায় পিষ্ট আমি
এইযে আমি, মনে হয়
শুধু একা আমিই হেরেছি ।
আমাকেই শুধু শুধু একা হারতে হয় ।
আমি চর্বিত খাদ্য-দ্রব্যের
মতন যাতনে জ্বলে পুড়ছি ।
জ্বালানি তার তলানি ছুয়েছে ,
তবুও আমি পুড়ে মরছি ।
সময়ের যাতাকলে, বহমান এই নষ্ট সময়ে,
আমার আমি আমিতেই নিঃশ্বেষ
আমার প্রতি কালের অথবা সময়ের
এ কোন বিদ্বেষ?
মানুষ আমি
মানুষ আমি, রোবট নই
যে কষ্ট গুলো ডিলেট করে দিব মেমোরী থেকে ।
তারপর একেবারে নিশ্চিন্তে কাটাব
এক একটা দিন, এক একটা রাত ।
মিছে কিছু করার চেষ্টা,
আর মিছে নতুন নতুন আয়োজন ।
মিছে আমার জীবনের অলিগলিতে
বেজে উঠা দুঃখ-সুখের বীণ ।
সত্যি কিছু বাকি রেখে,
শুধু দিনটুকু কাটিয়ে যাই ।
কলম সংঙ্গী
চোখের পানি মুছেছি
টয়লেট টিস্যুতে।
খুড়িয়ে চলছে ,
পা নয় জীবন।
দু:খ নামক ইস্যুতে।
তবুও ভাল আছি ।
কলম সংগী আছে ।
কয় জনের তা হতে পারে ।
হ্যা,ঝুলন্ত জীবনের গ্যারান্টি নেই ।
জীবন মাঝে তাই হারিয়ে ফেলতে হয় খেই।
মনোকষ্ট তখন দরজায় কড়া নাড়ে ।
দেবনা হারাতে
বৃষ্টি ঝরে যায় প্রিয়ার অশ্রুর মতন ।
মুক্তোদানার বাধন ছিড়ে ,টুপটাপ ঝরে পড়ে মুক্তো ।
আর বৃষ্টি ঝরে পড়ে ।
ভিতরে ছিন্ন মুক্তোমালা ।
আর বাইরে বৃষ্টি ।
প্রিয়ার অশ্রুও ঝরে পড়ে ।
দেবনা হারাতে প্রিয়ার অশ্রু ,
মুক্তো মালার মতন গেথে রাখব অন্তরে ।
ক্ষণিকের সুখ-দুঃখ
ক্ষণিকের আনন্দ কর্পূরতুল্য ।
এই আসে আবার বাতাসে মিলায় ।
জীবনের মধ্যে আসা ক্ষণিকের আনন্দ ,
সুখ গুলো কেন যে চলে যায় !
ক্ষণিকের দুঃখ খারাপ করে মন ।
অতঃপর তারমত চলে যায় ।
ক্ষণিকের দুঃখ চলে গেলে
অপেক্ষা সুখের আশায় ।
অল্পক্ষনের সুখ-দুঃখে বেচে থাকার লড়াই ।
কখনো হয় না এইধাধার বাইরে আসার খেই ।
ক্ষণিকের সুখ-দুঃখ ভাসিয়ে নেয় জীবন ।
জীবন মানে সুখ-দুঃখ, খুবই অল্পক্ষন ।
কেউ কেউ আমার মত বলে যায় ।
অকপটে বলার পরও
ক্ষণিকের সুখ-দুঃখের জালে ,মানুষ নিজ হারায় ।
অফটপিকঃ আমি বয়সে খুব ছোট । অল্প বয়সে এই কবিতাগুলো লিখেছি । কোথাও ভূলক্রটি থাকলে আমাকে বলবেন ।
আমি সংশোধনের চেষ্টা করব । আর আপনাদের ভালোবাসা পেলে এটা চালিয়ে যাবো ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।