আর নয় ভাবনা
অভিমান বুকে নিয়ে শুধু বসে থেকে লাভ হবে কী
সবভুলে কাজে নেমে পড় হাসি খুশি থেকে জলদি।
ভেবে ভেবে সময়ের অপচয় আর কিছু নয়তো
অকারণে ভুল বাড়ে বসে থাকা ভাল নয় তাইতো।
ভাবনার শেষ কোথা কোন দূরে সীমা কেউ জানে না
কাজে ব্যাঘাত ঘটায় বিস্তর আরো কত যাতনা।
তাই বলি কাজ কর ভাবনার নেই কোন সীমানা
সুতরাং ভাবনাকে ভুলে যাও আর নয় ভাবনা ।
অভিমান
অভিমান, রাগ ভাবো তুমি
এই কাজ ঠিক নয় জানি
রাগ কোন অধিকারে করি ?
যার দাম নেই কানাকড়ি।
অভিমান বহুদুরে থাকে
সুদূরের চেয়েদূরে তাকে
ছুঁতে চাবো কোন অধিকারে
যার সব শুধু পরিহারে
সুখ পাও দিনরাত ভরে ।
অভিমান নয় রাগনয়
ভুল হয় পাছে ভুল হয় ।
সকাল বেলা
সকাল বেলা ফেলে সকল হেলা
কাজের খোঁজে সবার ছোটে চলা।
কলসি কাখে গাঁয়ের বঁধু,
মৌমাছি যায় খোঁজতে মধু,
জেলেরা ধরে মাছ;
দীঘির কালো জলের মাঝে ভেসে বেড়ায় হাঁস।
ফুলেরা ফোটে ফুল বাগানে
আপন মনে মধুর তানে
পাখিরা ছোটে আম বাগানে
ছন্দ গানে প্রেমের টানে।
রবির আলো রৌদ্র দিলো
ভোর-শিশিরে ছন্দ পেলো;
আঁধার ঠেলে আলোকগুলো
ভোরের শুভ যাত্রা দিলো।
আঁধার কাটা আলোক বেলায়
মন- জড়তা যায় কেটে যায় ।
ভেদাভেদ
বাহিরটা দেখি শুধু ভিতরটা দেখার উপায় নেই
সেটা দেখে উৎসুক হৃদয় খুঁজে ফেরে কত মানেই।
মানব স্নায়ু বিবেক বুদ্ধি-রিপু দিয়ে ঘেরা
হাজার রহস্যের আঁধার ;
দেহখানি সুবিন্যস্ত অঙ্গ তন্ত্র দ্বারা
হাজার রূপের সমাহার।
কালো ধলো সব বর্ণে
জাতে পাতে সব ধর্মে
মিলে মিশে একাকার।
ভেদাভেদ করতে নেই মানুষে
তারপরও অনেক ভেদ তাতে।
অচিন বৃক্ষ মানবে,
কী বিচিত্র খেলা ভবে।
বিচিত্র মৈথুনে মেতে উঠে জৈবিক প্রতিক্রিয়ায়
সময় বদলায় তার সঙ্গে মানুষও বদলায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।