আজ তোমাকে দারূণ মানিয়েছে আমার হৃদয় পোড়া ছাইয়ের কাজলে, এ বুকে ঘুণ ধরেছে সেই কবে; তুমি তো বেশ আছো রক্তে লিপষ্টিক হয়ে মুখটা ফুটে উঠেছে লাল গোলাপের মতো পুংমৌমাছির নজরে পড়েই থাকে যেন অবোধ নিষ্ঠাবান নতজানু কর্মির দল। যা তোমার চাওয়া। রক্তজবা হয়ে জন্মেছি বহু আগে আমার মৃত্যুর পরে ভালবাসি তাই আজো ছায়া দিয়ে যাই, মাথা নিচু করে রক্ত জবা হয়ে উপড় থেকে চেয়ে দেখি কৃষ্ণ লীলা শীতের কুয়াশা ঘেরা চাঁদের আলোতে। এখনো ঘুণেরা আমার রক্ত পান করে যায় সুখের পাহাড় গড়বে বলে কাঁটাচামচ দিয়ে বেড়ে দাও তুমি ফোঁটা ফোঁটা করে অসংখ্য বর্তনে। আমার শিরা উপশিরাগুলো দিন দিন স্থিমিত হয়ে যাচ্ছে রক্ত শুণ্যতায়, চোখের নজর শুকিয়ে গেছে অনেক আগে হৃদয় পোড়া ছাই হয়ে দাঁড়িয়ে আছি আজো তোমার মায়া ভরা চাহনিতে ; থাকি চেয়ে কখন ফুটবো চোখের কাজল হয়ে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।