আমাদের কথা খুঁজে নিন

   

রক্তজবা

আমি যে পথে হেটেছিলাম সে পথে কোন পদচিহ্ণ ছিল না, ফিরতি পথে জনারণ্যে আমার পদচিহ্নের অস্তিত্ব খোজার সাহস করিনি অসঙ্গতি ও অস্থিরতার মাঝে কত অপ্রিতিকর ঘটনা ঘটে চারদিক অসামাজকিতা,অরাজকতা খুন,র্ধষণ,বোমাতঙ্ক,লুটপাট। মানুষগুলো কেমন যেন হয়ে যায় বিবেকহীন কঙ্কালসাড় মানুষগুলোয় ভরে গেছে, সুস্থ স্বাভাবিক মানুষগুলোর কোথাও যেন ঠাঁই নেই। তবু কি আমরা বেঁচে নেই, অবনি? তুমি ভীত কেন আজ ভীতময় বিশ্ব? অবনি,আমি আছি তোমার পাশে তুমি নিশ্চিন্তে আমার হাত ধরে চোখ মেলে দেখো আজও ভোরে নি:শব্দে ফোঁটে রক্তজবা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।