আমাদের কথা খুঁজে নিন

   

রক্তজবা

কে যাচ্ছো রাঙা কুসুম, আলতো বাতাস কেটে? কে যাচ্ছো ভোরের সূর্য, ঘাসের নিমন্ত্রনে? শহরে যারা ব্যাস্ত খুবই, বাসে বাসে ঝুলছো, দরাদরির সময় নেই, ত্বরা করে যে তুমি রিকশায় লাফ দিয়ে চরছো; এই দেখো- একটি শার্ট রক্তজবা- শহর জুড়ে ফুটেছে! আমিই সে ধূসর শার্ট, হেমন্তের শেষভাগে- অগ্রহায়ণের পচিঁশ তারিখ নগরের দুপুরে লাল হয়ে নিজ ঘরে ফিরেছি। এই লাল- বিলে ফোটা শাপলার গায়ে তুমি কিছুটা পাবে আরো খুব ভালো পাবে রক্তজবার দিকে তাকালে। ও ভাই, মোড়ের হাওয়া, চিকন গলির বাঁক- আমি শার্ট সাদা-কালো, বিশ্বজিৎ যার নাম; আজ আমি আলতার চেয়েও গাঢ় জবাফুল; ও ভাই দিদিমণি, বোঁটা থেকে টুপ করে যদিও গেছি ঝরে, তবু আজও ফুল আমি রাশি রাশি ফুটে আছি রক্তজবা গাছে; বলো, আমায় কোথায় নেবে- খোঁপায় না পূঁজোর থালায়?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।