জন্মটাই ছিল ভরা যেন আমার আজন্মেরই পাপে হতে পারিনি কারোরই তাই অবহেলা আর ঘৃণা ভোগ করে যাই সকাল সন্ধ্যে বেলা উপহাস আর পরিহাসের জ্বালা হয়েছে আমার গলার মালা এই জীবনের সাথে আগের জনমের পাপে। রংতুলি হয়ে জন্মাতে পারি নি তাই তোমার হাতের স্পর্শ পাই নি জন্মেছি হয়ে কারিগর আমি বানিয়ে যাচ্ছি শুধুই রংতুলি ছোট বড় বিভিন্ন মাপে; আমি ছবি বুঝি না তবু তোমার আঁকা ছবি দেখি সান্ত্বনা জাগে মনে জড়িয়ে আছি যে কোন ভাবে, তোমার ছবির সাথে; সান্ত্বনা খুঁজে পাই মনে জন্মেছিলেম রংতুলি বানানোর কারিগর হয়ে। পেন্সিল হয়ে জন্মাতে পারি নি জন্মেছি কারিগর হয়ে, পেন্সিলের কারিগর মাত্র আমি কবিতা বুঝি না, কাব্যও লিখতে জানি না মনের খেয়ালে কখনো হাতে পেন্সিল তুলে নাও তুচ্ছ তাচ্ছিল্যে ভরে; তোমার মনের স্বপ্নগুলোকে একে যাও নানা কথামালায় গেঁথে কবিতার রূপে, কাব্যের মাঝে তবু সান্ত্বনা পাই মনে কখনোতো আমার বানানো পেন্সিল হাতে নাও তোমার কবিতা লেখার তরে; সান্ত্বনা খুঁজে পাই মনে জন্মেছিলেম পেন্সিল বানানোর কারিগর হয়ে। কথার জাল বুনতে পারি না আমি তোমার মতন করে শব্দের বুননে কি অদ্ভুত সুন্দর করে কবিতা লেখে যাও তুমি যেন স্বপ্নের মায়াজালে ঘেরা তোমার প্রতিটা কবিতার পংতিমালা মনের রংগুলো সব ফুটে ওঠে যেন রঙ্গিন কবিতা হয়ে কবিতার কারিগর তুমি কবিতা লিখে যাও সাদা খাতা ভরে পেন্সিলের আঁচরেতে ছবির কারিগর তুমি ছবি এঁকে যাও রংতুলির আঁচরেতে সাদা ক্যানভাসের গায়ে; আমি বেঁচে থাকি নদীতে জাল ফেলে, মাঠে ঘাটে হাল চষে রংতুলি কিংবা পেন্সিলের কারিগর রূপে সাদামাটা এ জীবন কেটে যাচ্ছে কোনমতে আমার আগের জনমের পাপে। আমি তোমার মত ছবি আঁকতে পারি না তবু তোমার ছবিতে স্থান পেতে ইচ্ছে করে সাদাকালো ছবি হয়ে। আমি তোমার মত কবিতা লিখতে পারি না তবু তোমার কবিতায় স্থান পেতে ইচ্ছে করে ধুসর কবিতা হয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।