মানবতার গান গেঁয়ে যায়-তারুণ্যের প্রেরণায় এই জীবনে দেখার আছে অনেক কিছু বাকী নিজের সাথে নিজেই মোরা দিচ্ছি কত ফাঁকি। জনগণকে দিচ্ছে ফাঁকি একের পর এক সরকার রাজজনীতিবিদদের ফাঁকি বাজি সবার জানা দরকার। রাজনীতির মানে কী? অনেক নেতা জানে না রাজনীতির কত নিয়ম সবাই কিন্তু মানে না। সেবাতো নয় কিছু পয়সা কামানোর ধান্ধা এত কিছুর দেখার পরো পাবলিক ভাইরা আন্ধা। সব সরকারের কাজগুলো পড়ে থাকে বাকী সবাই বলে সত্য কথা বাকীর নাম ফাঁকি। ফাঁকি এখন কমন জিনিস সবাই ফাঁকিবাজ। ফাঁকি ছাড়া কিছুই নেই করার মত কাজ। ক্ষমতা পাগল নেতা নেত্রী ব্যস্ত নিজের কাজে, ক্ষমতা নিয়ে প্রলাফ বকে সকাল সন্ধা সাঝেঁ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।