এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
[লুঙ্গি পড়া এক উদভ্রান্ত বালক একটি ড্রয়িংরুমে বসে আছে। দেখলে মনে হবে যেনো একটু আগে গণধোলাই খেয়েছে। মাথার চুল অগোছালো, চেহারায় হতাশা। এমন সময়ে চিরাচরিত ৪র্থ শ্রেনীর বাংলাদেশী পণ্যের বিজ্ঞাপণের ন্যায় আরেক যুবকের প্রবেশ]
যুবক ২: কিরে মমিন এরকম মুখ গোমড়া করে বসে আছিস যে।
যুবক ১:আর বলিস না বস যা একটা প্রজেক্ট হাতে ধরিয়ে দিয়েছে।
এবারের ছুটিটাই মাটি। কি যে করি। (আবার মাথায় হাত)
যুবক ২:আরে চিন্তা কিসের? File Destructor 2.0 আছে না?
যুবক ১:File Destructor 2.0?
যুবক ২: হ্যাঁ! একমাত্র File Destructor 2.0ই দিচ্ছে কঠিন মান নিয়ন্ত্রণ পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক মানের করাপ্টেড ফাইল তৈরি করার সুবিধা যা খোলার সাধ্য বস তো দূরে থাক বসের বাপেরও নেই। শুধু এই সাইটে: ( http://www.xnet.se/fd/ ) গিয়ে ফাইলের নাম, সাইজ আর ফরম্যাট দিলে মূহুর্তেই পেয়ে যাবি তোর করাপ্টেড ফাইল।
(যুবক ১ দাঁত কেলিয়ে আবাল এক হাসি দিয়ে ধন্যবাদ দেয়ার ভঙ্গিতে যুবক ২ এর দুই হাত ধরবে)
[অফিসে বসের ঘরে বাম দিক থেকে পূর্বের উদভ্রান্ত যুবকের ল্যাপটপ হাতে দৌড়ে প্রবেশ।
ক্যামেরা প্যান করে বাম থেকে ডানে আসবে এবং যুবক থামা মাত্র স্থির হবে। একটা Swoosh টাইপ সাউন্ড থাকবে]
যুবক: (হাউমাউ করে) স্যার! স্যার! আমার গত ৪ রাতের কষ্ট করে বানানো প্রোজেক্ট ফাইলটা ওপেন হচ্ছে না। স্যার আমিতো শেষ!
বস: (চশমা নাকে তুলে, চিন্তিত ভঙ্গিতে) কই দেখি!
(বস যুবকের হাত থেকে ল্যাপটপটা হাতে নিবে। কি-বোর্ডে কিছু কি চাপবে বারবার। ক্যামেরা যুবকের ফেস ধরবে।
যুবক ক্যামেরার দিকে তাকিয়ে বাম চোখ টিপবে। )
বস: ওকে ব্যাপার না। নেক্সট টাইম একটু কেয়ারফুল থাকবে।
(যুবক মাথা নাড়বে। শট আউট অফ ফোকাস হবে এবং শট কাটা হবে।
)
[ক্যামেরা বসের রুমের দরজায় ধরা। যুবক দরজা দিয়ে বের হয়ে হাওয়ায় লাফ দিয়ে বলবে - "Yes!"]
ক্যামেরায় আবারো সেই আবার হাসি হেসে, থাম্বস আপ দেখিয়ে বলবে থ্যাংক ইয়্যু File Destructor!
(ফ্রেম ফ্রিজ হবে)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।