ভালো থেকো ফুল মিষ্টি বকুল ভালো থেকো নষ্ট কিছু সময় হবে অতীত সুসময়টা আসবে সেই ভরসা স্বপ্ন গুলো হাত-পা ছুঁড়ে কাঁদে সুপ্ত চাওয়া তবু পড়ে ফাঁদে দুঃসময় সঙ্গী কেবল আশা সুসময়ের সঙ্গী ভালোবাসা। অস্থিরতা চঞ্চল হয়ে ওঠে বুকের ভিতর কথার খই ফোটে গলার ভিতর থমকে আছে কথা দহন জ্বালায় জ্বলছে যথাতথা আজ আমি জল দিয়ে ছবি আঁকি সুসময়টা আমার জন্য ফাঁকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।