মৃত্যু ওদের গলা চেপে ধরেছিল
বলেছিল ‘মর’
ক্লান্ত অবসন্ন দেহে, ওরাও ছিল
যন্ত্রণাকাতর।
ইটের নিচে চাপা পড়ে ছিল ওরা
সামনে মরণফাঁদ
মরণফাঁদে বেঁচে আছে, এটাই বিশেষ
আনন্দ সংবাদ।
মৃত্যু ওদের ফেলেছিল মৃত্যুকূপে
বলেছিল ‘মর’
‘রক্ত দে তোর, শ্রমের রক্ত’ মৃত্যু ছিল
এতটা বর্বর।
শরীর কেটে মাংস নিলে রক্ত কি আর
থাকে খাওয়ার বাকি
রক্ত-মাংস ছাড়াই ওরা বেঁচে ফিরে
মৃত্যুকে দেয় ফাঁকি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।