আমাদের কথা খুঁজে নিন

   

একটি অনভিপ্রেত কাকতালীয় গল্প মাত্র!

সত্য সমাগত, মিথ্যা অপসৃত...............। এলাকার হাসু মিঞা আর খাদু মিঞার মধ্যে একটা চরের দখল নিয়া সেই আদিকাল থেইকা ভীষন লাঠালাঠি। চরের জমিন- একবার হাসুর লোকেরা দখল করে তো, পরের বার সেইটা খাদুর লোকের দখলে। শেষবার, হাসু বাহিনী নতুন বুদ্ধি বাইর করল। এলাকার শামসু মিঞা মাইন্যগইন্য- জঘন্য মানুষ- কারো সাতেও নাই, পাঁচেও নাই- সবাই মোটামুটি তার কথা শুনে-মানে। হাসু মিঞা হের কান্ধে বন্দুক রাইখা পাখি শিকার করা রপ্ত কইরা ফেলল। খাদু বাহিনী লা জওয়াব। কিন্তু, খোদার মাইর- দুনিয়ার বাইর! এইবার শামসু মিঞা নিজেই চরের দখল চাইয়া বইছে! গল্প শ্যাষ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.