নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই ক্ষুদ্র জীবাণুরা বরং একলা থাকতে পারে। দেখো তাদের সংসারের বালাই নেই। শুধুই নিজের পেট চিড়ে একই রকম প্রতিলিপি বানিয়ে সুখে থাকছে। এত জটিল যে ব্রেন মাথার উপর চাপিয়ে দিলো বিধাতা, কাঠালের মত বহু কোষ, আর সেখানে হলুদ মাছি ওড়া কষ্ট, আঠার মত আটকে থাকে এক্সপেকটেশন। মন কে বলি, দিন শেষে সবই অর্থহীন একটা কবিতা। কেন আমরা জীবাণু না হয়ে একটা বাবা পেলাম মা পেলাম। আর ভাই বোন বন্ধু এত্ত সব জালের মত ছড়ানো সমাজ ও আত্মার শোষণ! মায়া বাড়লো, কায়াহীন হয়ে ভেসে থাকবো তার উপায় নেই। চারপাশে শত প্রিয় জন যেদিন ভালবাসার কথা বললো তার পরদিনই কয়লার গুঁড়োয় বানানো কার্বন পেপারের মত অনুভূতিও দিয়ে গেল আমাকে। -- ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।