লেখিকা: সিফাত মেহজাবিন
চ্যানেল আই একটি অসাধারণ চ্যানেল। যা চাইবেন তাই পাইবেন। নারীদের অর্ধনগ্ন করে পন্যের পর্যায়ে নামিয়ে আনা 'সুন্দরী' প্রতিযোগিতা চান? পাবেন। আগামী দিনের ভবিষ্যৎ, শিশুদের ভবিষ্যৎ ঝরঝরাকারী অশ্লীল গানের অনুষ্ঠান চান? পাবেন। ট্যালেন্ট হান্টের নামে সমস্ত পরিবারকে নাচিয়ে চোখের ব্যায়াম করতে চান? পাবেন।
পরকিয়া, ইভ/এডাম টিজিং, পারিবারিক কুটনামিতে সমস্ত পরিবার নিয়ে মাস্টার ডিগ্রি করতে চান? নিয়মিত এখানে প্রচারিত নাটক ও সিরিয়াল দেখুন। বিফলে মুল্য ফেরত! মনে প্রশ্ন আসতে পারে, এই তো গেল দুনিয়ার ব্যপার। আখিরাতের ব্যাপারে কি ব্যবস্থা? সেই ব্যবস্থাও আছে, কোন চিন্তা নাই।
condensed syllabus ব্যবহার করে বেহেশতে যেতে চান? "অবশ্যই"! তারও ব্যবস্থা আছে। শবে-বরাত, শবে-মেরাজ, ঈদে মিলাদুন্ননবী, সিরাতুননবী, আখেরি চাহা শোম্বা, বিশ্ব এজতেমা নামক কিছু অনুষ্ঠান, যার নাম খোদ রাসুলুল্লাহ (সাঃ) ও শোনেন নাই, উনি এবং চার খলিফা এবং ফার্স্ট জেনারেশন সাহাবা পালন করেন নাই, ইসলামের আসল ভিত্তি বানিয়ে প্রচারে এই চ্যনেলের জবাব নাই।
মুখভর্তি দাড়ি নিয়ে 'ইসলামী' দলিল পেশকারী মৌলানারও কোন অভাব নাই! রামাদানের নাটক কিন্তু আরও মজার। হাস্যমুখী ঘোষিকা বলবে, "পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে"। কি আশ্চর্য! তার পাতলা শাড়ি ও ছোট হাতা ব্লাউজ পড়া অথচ মাথায় ঘোমটা (বেশিরভাগ চুল ও সম্পূর্ণ গলা দেখা যাচ্ছে), আপনি আবেগে আপ্লুত হয়ে ভাববেন " মাশা'আল্লাহ, at least she is trying; May Allah (swt) give her Hidayat"। রামাদানে মাসে মহিলা নিউজ রিডার ও ঘোষিকার মাথায় এই 'হিজাব' দেখবেন। আপনি ভাববেন, আল্লাহ্ আপনার দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ্।
কিন্তু না!! রামাদানের শেষের দিন, হাস্যমুখী ঘোষিকা বলবে, "পবিত্র রমজানের চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল ঈদ"। আরে এটা কি? মাথার ঘোমটা কই গেল? ওহ! মনে হয় ঈদের আনন্দে টিকটিকির লেজের মত ঘোমটা খশে গেছে! Oh, just give her a break! She will do it tomorrow. 'Tomorrow' will never come! উনার মাথায় ঘোমটা দেখার জন্য আপনাকে পরবর্তী রামাদান পর্যন্ত বেঁচে থাকতে হবে। আর ঈদের দিনের অনুষ্ঠান তো লা জওয়াব! নাচ, গান, প্রেমেভরা নাটক, কাতুকুতু দেয়া হাসি ইত্যাদি ইত্যাদি অত্যন্ত 'ইসলামিক' ভাবে প্রচার করা হবে! শুধু একদিন না, ৩ দিন থেকে ৭ দিন!
সাধে কি কবি বলেছেন, 'এমন চ্যনেল থুক্কু দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি'!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।