আমার না বলা যত কথা নেই অভিযোগ, নেই অনুযোগ, নেই অভিমান--- অনুকম্পায় ভরে দিয়েছিলে দগ্ধ ভালবাসার ব্যথার দান--- ভুল, ভালবাসার অনুরণনে, শিহরণে, তীব্র ছোঁয়ায় দুলেছিল দেহপল্লব--- মন বাকবাকুম পায়রা হয়ে উড়েছিল আকাশে উড্ডীন ঘুড়ির মত দোদুল দোদুল দুল--- বিষ বাণে খচিত করে ফেলে দিলে তাকে মাটিতে! আকণ্ঠ অমৃত পানে ভরা ছিল যে হৃদয় হাতজোড়ে বলেছিল, একি করে হয়? শোনোনি সেইদিন ছিলে নতুন প্রেমে মত্ত, চোখে ছিল মাতাল তৃষ্ণার কামাতুর জল--- জানতে চাওনি- বুঝতে চাওনি কতটা ব্যথার পেয়ালা পিয়ে চূর্ণবিচূর্ণ হৃদয়ের হয়েছিল অভিষেক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।