আমি একজন ছাএ মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এর আগে সংসদে দেয়া তার বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, “আবার তত্ত্বাবধায়ক সরকার আসলে দেশে আর নির্বাচন নাও হতে পারে” কারন তিন মাসের জন্য ক্ষমতায় এসে গত তত্ত্বাবধায়ক সরকার দু বছর ক্ষমতায় ছিল। দুই নেত্রীকে বন্দি করা হয়। রাজনীতিবিদ, নেতা কর্মীদের জেলে প্রেরণ করা হয় এবং তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। নিত্য পণ্যের দাম বেড়ে যায়।
অর্থনীতিতে অশনি সংকেত দেখা দেয়। বিএনপির দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক ফিরে এলে দেশে আর নির্বাচনই হবে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিরোধী দলকে স্মরণ করিয়ে দিতেই তিনি একথা বলেন। বিরোধীদল কথাটাকে ভুলভাবে বিশ্লেষণ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু বিরোধীদল কি জানে যে, জনগণ অন্যের কথায় এখন আর নাচেনা।
সবাই এখন অনেক বেশি সচেতন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।