আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক না হলে সর্বদলীয় সরকার: ড. কামাল

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, দেশের মানুষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চায়। তাই জনগণের মতকে গুরুত্ব দিতে হবে। অন্যথায় সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আজ শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম জহির স্মরণে এক শোকসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ড. কামাল। বাংলাদেশ ইনস্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে (বিলিয়া) এ শোকসভা হয়।


ড. কামাল বলেন, ‘দেশের সাধারণ মানুষ নির্দলীয় সরকারের অধীনেই নির্বাচন চায়। কারণ জনগণ মনে করে, নির্দলীয় সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। তাই সরকারের দলীয় মনোভাব বাদ দিয়ে জনগণের মতকে গুরুত্ব দিতে হবে। ’ অন্যথায় সর্বদলীয় সরকার গঠন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এম জহিরের স্মরণে স্মৃতিচারণ করেন সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী ও তাঁর সহকর্মীরা।

শোকসভায় সভাপতিত্ব করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান।  ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.