অবিনশ্বর প্রেমের জন্য প্রার্থনা বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। নদীর এ পাড় ভেঙ্গে ওপার গড়ার আগেই এক প্রেম ভেঙ্গে আরেক প্রেম হয়ে যায়। এত তাড়াতাড়ি হয় যে তা মাঝে মাঝে আলোর বেগকেও হার মানায় !
কিন্তু আমি আবার এনলগ মানুষ। এত প্রেম এত বালুবাসা দেখলে মাথা ঘুরায়। তাই আমার পেরেম হয় না ! কিন্তু আমিও তো অমানুষ, নাকি ???
ইদানীং শেষ বয়সে মনে কেন জানি একটু রং লাগে লাগে ভাব।
তয় কোনও মাইয়া জানছে তারে আমি লাইক মারি তো মুই শেষ! আমার ঘাড়ে উইঠা কাঁঠাল ভাইঙ্গা খাইয়া আমার ১২ টা বাইজাইব। এই ডরে লাইক করতে পারি না। কিন্তু কেউ আমারে লাইক মারলে আমার নুন্যতম আপত্তি নাইক্কা। বলা যায় না, ভুল করে করে ফেলতেও পারে। আমি তাই আগেভাগেই কিছু শর্ত লিখে রেখেছি আমার ভবিষ্যৎ "পেরেমিকা"র জন্য।
হাতে ধরায় দিমু।
১) পেরেম করতে পারি তয় বিয়া করুম কিনা সিউর না, আব্বা আম্মা নিসেধ করলে টাটা জানায় দিমু
২) আমার লগে পেরেম করা অবস্থায় অন্য পোলার লগে "অভ্যাসবসত টাংকি" মারা যাবেনা
৩) দামি গিফট এর মায়েরে বাপ
৪) দৈনিক দেখা করতে পারুম না, ১৫ দিনে একবার
৫) রাইতে পুতুপুতু কথা কইতে পারমু না, মেজাজ গরম হয়
৬) আমার লগে কথার সময় ভে ভে করা সম্পূর্ণ নিষিদ্ধ
৭) বন্ধুদের লগে আড্ডার সময় ফুন দিলে মাইর হবে, সাউন্ডও হইতে পারে
৮) রাইতে কার্ড খেলার টাইমে ফুন অফ থাকবো আমার, এই নিয়া ক্যাচাল করলে গদাম
৯) দৈনিক ফুনে ১০ মিনিটের বেশি কথা কইতে পারমু না
১০) দামি রেস্টুরেন্টে খাওয়াইতে গেলে টেকা লাগে,তয় তুই খাওয়াইলে আমার আপত্তি নাই
১১) কোনও প্রশ্ন করা যাবেনা
১২) ঘুমের টাইমে ডিস্টার্ব করলে বেরেক আফ। মাইয়ার কি অভাব পরসে নি মামা????
১৩) আমার যদি মনে হয় আমার স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছে, বিনা দ্বিধায় বেরেক আফ করিতে বাধ্য থাকিব।
এই কয়টাই আপাতত। পরে মনে পড়লে শর্ত যোগ করা হবে।
*********************************************
এখানে আপাতত লিখে রাখলাম। পরে যদি ভুলে যাই ? আর চাইলে আপনারও আমাকে সাহায্য করতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।