বাঙালিরা সৌরভ গাঙ্গুলিকে নিজেদের লোক বলে মনে করে। কিন্তু তামিম ইকবালের সাথে যে আচরন করা হলো তা মানবিকতা বলে মনে হয় না । আমার মনে হয় দাদা ইচ্ছে করেই তামিমকে খেলায়নি। অন্যথায় পুনে ওয়ারিয়র্স এর ফর্মহীন খেলোয়ারদের খেলানো এবং একের পর এক ম্যাচে গো হারা আমাদের আনন্দ দেয় বৈকি। আমরা বাংলাদেশিরা আইপিএলের দুটি দলকে সমর্থন করি।
এক. কলকাতা নাইট রাইডার্স ২. পুনে ওয়ারিয়র্স । কলকাতাকে সমর্থন করি সাকিব আল হাসানের জন্য (যে কিনা ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার) ও পুনেকে সমর্থন করতাম তামিম ইকবালের জন্য। কিন্ত সৌরভ গাঙ্গুলি ইচ্ছা করে তামিমকে না খেলানোটা কোন যুক্তিতে খাটে তা আমার বোধগম্য নয়। তথাপি আমরা একই ভাষার মানুষ হিসেবে আশা করতে পারি যে তামিমকে পুনে খেলাবে। সৌরভের এই গাদ্দারি পুরো বাঙালি জাতির সাথে গাদ্দারি বলে পরিগনিত হচ্ছে।
আমার সাথে আপনারা একমত হলে মন্তব্য প্রদান করুন। সৌরভ গাঙ্গুলিকে বাংলাদেশে বয়কট করা হোক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।