ভালবাসি ভূত ! ঝালমুড়ি ! নতুন বইয়ের পৃষ্ঠার ঘ্রাণ ! আজকাল নির্জনতা স্থির হয়ে থাকে মুখোমুখি বারান্দায় যাবতীয় অভিমান জমে থাকে ধুলো মাখা ঘড়িতে, ক্যাকটাসের টবে, জল শূন্য একুরিয়ামে... অক্ষর বিহীন সাদা পাতায়... অথচ, দুপুরে প্রতিটি রোদ একটা ঘ্রাণ শুকে নেবার জন্য অপেক্ষায় থাকতো... সাথে আমাকেও অপেক্ষায় রাখত সাদা ব্লাউজের অমীমাংসিত কৌতূহলের উপর কখনো সবুজে, কখনো নীলে... কিংবা গোলাপি সুতা জড়ানো থাকতো.. মাঝে মাঝে ছায়া ছায়া মেঘদের কারণে বিজ্ঞাপন বিরতি ঘটতো চুলেতে বাতাস দুলতো... দোলাত আমার দৃশ লোক স্নানের জল হবার সাহস দেখাতাম না ... তবে ভীষণ তোয়ালে হতে ইচ্ছে করতো সমস্ত দেহ থেকে ঝিল মিল রোদের ভেতর ওপারের বারান্দায় ঝরে ঝরে পড়তো চিত্রনাট্য, দাড়িয়ে দেখতাম একটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র । facebook.com/EtharBuzz
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।