চকিত চাহনী সেই হৃদয় দহনের ক্ষণ প্রতিটি প্রভাতে
যে প্রেক্ষাপটে এ কবিতা
নিদ্রা নগরে
অন্ধকার পৃথিবী
ঘুমে ঘুমে
রজনী ক্লান্ত,
সময় থেমে থেমে
মাটির পিদিমে দীপ শিখা নিভে
ঘোর অমানিষা
পাড়ায় পাড়ায়,
রাত জড়িয়ে জোনাকির
চনমনে চুমে
রিক্ত জীবন
ঘুমে ঘুমে নিরুত্তাপ।
আলো ক্রন্দনে বিমর্ষ
আলেয়ারা উচ্ছ্বাসে মগ্ন,
পায়েলের দুন্দুভি নৃত্যে
চুপচাপ স্বপ্নচুড়া,
কুহেলিকার ঘোর তোপ
চারিদিকে বিষাদ ছড়ায়,
কপাট-খিড়কি বিহীন
আবদ্ধ পৃথিবীর বাসিন্দারা
অমানিশা থেকে পালিয়ে
উন্মত্ত হাহাকারে
তলিয়ে তড়পায় অন্ধকার
নিদ্রা নগরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।