আমাদের কথা খুঁজে নিন

   

জানালা

একটা জানালা কিনে দাও আমি থাকি এখানে জানালা নেই একটাও কতোদিন রৌদ্রোজ্জ্বল আকাশ দেখি না ছিপছিপে জোছনা দেখি না উঁকি দিয়ে এসে ফিরে যায় এখানে নিয়ম করে ভোরের বাতাস হংসকাঁধ দুলিয়ে পায়ের পাতায় দগদগে ঘা স্থায়িত্ব দখল করেছে বহুদিন হলো স্বভাবতই বেড়েছে অন্ধকারের দায়িত্ব শাসনভার বেড়েছে আমাকে শুধালো মাকড়সাও সন্ত্রাসী মোটামুটি জাল বিছিয়েছে যেনো কাঁটাতার তার ওপর টিকটিকির ছোটাছুটি মার্কিনী সৈন্যের সাম্রাজ্য বিস্তার নীতি হার মানে তার কাছে সহজেই কোণঠাসা হয়ে আছি নিরুপায় এসব হচ্ছে কারণ এখানে জানালা নেই আবাসের দাবি একটা জানালা চায় জাগো হে বিপ্লব, বিদ্রোহ জাগো তো বুলডেজার আনো, দেয়ালের সাথে সমানুপাত জনালা বসানোর ফোকর চাই, ক্রমাগত হানো বাইরের দেয়ালে আঘাত এবার জানালা হবে, ঘর হবে ছিমছাম দূর হবে যতো সন্ত্রাস রয়েছে একরোখা ভবিষ্যতের খোলা কপাটে দৃষ্টি রাখলাম স্বপ্ন সোনার দেশ এবার হবে দেখা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।