শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
একদিন এক তরুণ দম্পতি নতুন এলাকায় গিয়ে বসবাস শুরু করে। পরদিন নাস্তার টেবিলে বসে তরুণীটি জানালার কাঁচের ভেতর দিয়ে বাইরে তাকায়--উঠানের উপর দড়ি টানিয়ে কাপড় শুকাতে দিয়েছে তাদের প্রতিবেশীনি। কাপড়গুলি ছিল অপরিষ্কার, হালকা ময়্লার ছাপ তাতে।
"সে জানে না কাপড় ধোয়ার সঠিক পদ্ধতি," তরুণী বলে উঠে।
"কিংবা তার সাবানটি সস্তা, এবং কার্যকর নয়। তার প্রয়োজন সঠিক জ্ঞান, অথবা একটি উন্নতমানের সাবান। "
তরুণটি তাকায় বাইরে, আর দেখতে পায় সেই অপরিষ্কার কাপড়, অপ্রসন্নতার হালকা ছাপ পড়ে তার মুখে।
দিনের পর দিন যায়, কিন্তু বাইরের ময়লা কাপড় কখনো পরিষ্কার হয়ে উঠে না।
প্রতিবেশীনির রুচিবোধে বিরক্ত হয় তারা।
সিদ্ধান্ত নেয় তাদের জানালার কবাট বন্ধ রাখার, তাতে অন্তত এই নোংরা বাজে জিনিস দেখতে হবে না।
পরদিন বাইরে তাকিয়ে তরুণীটি দেখে অবাক ব্যাপার, চমৎকার জ্বলজ্বলে পরিষ্কার কাপড় পতপত করে দড়িতে নড়ছে।
"দেখো, দেখো," তরুণী উছ্বসিত হয়ে ডাকে তরুণকে, "সে এখন জানে কিভাবে সঠিক নিয়মে কাপড় পরিষ্কার করতে হ্য়! আমার অবাক লাগছে কে তাকে ব্যাপারটি শিখালো!"
তরুণটি বিষণ্ণ হেসে বলে, "আজকে সকালে জানালাটি বন্ধ করতে গিয়ে আমি দেখলাম কাঁচের বিভিন্ন জায়গায় ধূলোবালি আর ময়্লা জমে আছে। আমি তা পরিষ্কার করে দিয়েছি। "
__________________________________________
পরিশিষ্টঃ প্রিয় পাঠক, একটি মজার ব্যাপার ঘটেছে।
এই গল্প শোনার পর, গতকালের চেয়ে আজকে আপনার মুখটি আরো বেশি পরিষ্কার ও উজ্জ্বল দেখতে পাচ্ছি আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।