যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বলেছেন, গার্মেন্ট শ্রমিক নেতা আমিনুল ইসলাম হত্যার ‘স্বাধীন তদন্ত’ না হলে বিদেশি ক্রেতারা ‘ভুল সংকেত’ পাবে। দুই দিনের সফর শেষে কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগের আগে আজ রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় (আইএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন হিলারি। তিনি বলেন, আমিনুল ইসলামের হত্যার বিষয়টিতে ‘স্বাধীন তদন্ত’ করতে হবে। তা না হলে বিদেশি ক্রেতারা ‘ভুল সংকেত’ পাবেন। গার্মেন্টস শ্রমিকদের সংগঠন বাংলাদেশ গামের্ন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের আশুলিয়া অঞ্চলের সভাপতি আমিনুল ইসলাম গত ৪ এপ্রিল সাভার থেকে নিখোঁজ হন। এর দুদিন পর টাঙ্গাইল থেকে তার লাশ উদ্ধার করা হয়। উদ্ধারের পরদিনই ‘বেওয়ারিশ’ হিসাবে দাফন করা হয় আমিনুলের লাশ। পরদিন পত্রিকার ছবি দেখে তার পরিবারের সদস্যরা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে কবর থেকে লাশ তুলে পুনরায় দাফন করা হয় আমিনুলকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।