আমি কখনই বোঝাতে পারিনি নিজেকে আমার কথা গুলো বরাবর ই বর্বর শুনিয়েছে আমার কখনই বন্ধু ছিলো না তবে শত্রুর অভাব পড়েনি কখনো আমি কখনই আপন হতে পারিনি কারো ঘর আমাকে দুয়ো দিয়েছে পর বলেছে প্রতারক আমি কখনই ঋণগ্রস্থ ছিলাম না অথচ কখনই ঋণ মুক্ত হতে পারিনি, পাওনাদার রা আমার পিছু ছাড়েনি আমি কখনই সুপুরুষ হতে পারিনি প্রণয়ে হস্ত দন্ত দেহ সর্বস্ব ঢেলে দিইনি বলে হয়েছি অক্ষম কাপুরুষ আমি কখনই বিশ্বাসী হতে পারিনি বিশ্বাসের রোদে পুড়ে হয়েছি অঙ্গার |
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।