আমাদের কথা খুঁজে নিন

   

চরিত্রহীন, বাই শরৎচন্দ্র

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। মনে কি আছে? চরিত্রহীন নামে এক কালে শরৎচন্দ্র একটা উপ্ন্যাস লিখেছিলেন। সেই উপন্যাস খুবই জনপ্রিয় হয়েছিল। সেই উপন্যাসে যে চরিত্রহীনের কথা বলা হয়েছিল, সে আসলেই আমাদের বর্তমানের তুলনায় অনেক চরিত্রবান ছিল। হাল আমলে আমাদের রাজনীতিবিদদের চরিত্রহীন বলা হয়।

আমাদের এই চরিত্রহীন রাজনীতির জনক লেজে হোমো এরশাদ নিজেই একজন চরিত্রহীন ব্যক্তিত্ত্ব। উনার অনেক নাম আছে। আগে উনাকে প্রতি বছর একেকটা উপাধি দেওয়া হত। ইদানিং ভায়াগ্রা আসবার পরে উনাকে অনেকে ভায়াগ্রা চাচা-ও বলে থাকেন। এইবারে এই চরিত্রহীন লোকটি মহজোট থেকে বেরিয়ে যাবে বলে স্থির করেছে।

তার এই প্রস্থান শুভ হোক, এই কামনা করছি। আসুন, তাকে দেখে আমরা অনেক কিছুই শিখে নেই, এবং বজ্র কন্ঠে আওয়াজ তুলি, কে বলে রে স্বৈরাচার / চাচা মোদের অহংকার। ভায়াগ্রা চাচার চরিত্র / ফুলের মতন পবিত্র। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.