আ মা র আ মি
তোমার বাড়ির রাস্তা দিয়ে যেতে যেতে অদ্ভুদ সব অনুভুতির মধ্য দিয়ে হাটতে থাকি আমি। রাস্তার চলতি মানুষগুলোরেও মনে হয় কাছের কেউ, পথের ধুলোতেও কি যেন টান। আমি খুজি পথে পথে রাস্তার এধার ওধার। এমনও তো হতে পারে ঠিক এখনি, কোন প্রয়োজনের টানে তুমি এখন রাস্তায়। এমন কত কাকতলিয় ঘটনাই তো ঘটে।
এক সময় রাস্তা শেষ হলে বিদায় জানাই তাকেই। হয়তো তুমিও ছিলে সাথে, হয়তো বা না। হয়তো তুমি দেখেছো আমারে পথে। আর ভেবেছো, যীশূটা আজও চরিত্রহীনই রয়ে গেল। পথে পথে সুন্দরী দেখার অভ্যাসটা গেল না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।