মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনুলোতে, অজস্র তরুণ কি অসম সাহসিকতা নিয়ে দেশমাতৃকাকে রক্ষা করেছিল! অনিয়মের ভালো লাগা ডঃ রমিত আজাদ তোমাকে আমার ভালো লেগেছে, কিন্তু কি করে বলি বলতো? আর তুমিই বা কিভাবে নেবে? আমার কি আর সে বয়স এখন আছে? যৌবন পেরিয়ে চলে এসেছি অনেকটা দূর, আর তোমার তো মাত্র শুরু, তদুপরি আমার পাশে রয়েছে ভিন্ন এক রমণী। যদি আমি সাহস করে বলেই ফেলি, যদি তুমি ফুঁসে ওঠো, যদি এ সংবাদ ছড়িয়ে পড়ে শহরময়, আমি কি ধিক্কৃত হব না? তোমাকে কেমন করে বোঝাই, আমার বুক জুড়ে চলছে, উত্তপ্ত আগ্নেয় লাভার তীব্র তোলপাড়। তোমার ঘুরে দাঁড়ানোর ছন্দময় স্নিগ্ধতা, আমার অতৃপ্ত আত্মার মরুময়তা, বিন্দু বিন্দু করে জমা হওয়া নিস্পেষণ , আমার আবেগের আল্পনায় স্নিগ্ধ অনুরণন, তোমার মমতা খেলে আমার কবিতা হয়ে, এই গুমোট নগরীর জমাট আঁধার কেটে দিয়ে, ঐ যে শুনেছিলাম ভালোবাসার কোন বয়স নেই, তখন বুঝিনি, আর এখন বুঝতে পারছি বেশ, আমার না বলা কথা ভবঘুরের মত ঘোরে, নীরব বিবেকের অলিগলিতে, নিয়ম মেনে চলাই যেখানে রীতি, সেখানে অনিয়ম চলেনা, আমি তো নিতে পারব না, জন্ম নতুন এক। তাই আর হয়না বলা, কেবল স্বগতোক্তির মত নিজের কথা নিজেকেই বলি, সেকথা তোমাকে বলা হবে না হয়ত কোনদিনও, কিণ্তু তোমাকে আমার সত্যিই ভালো লেগেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।