আমাদের কথা খুঁজে নিন

   

অনিয়মের অভিযোগ, ভোট বর্জন করে হরতালের ডাক

‘অনিয়মের’ প্রতিবাদে কক্সবাজার জেলা, বরিশাল সদর, মুন্সীগঞ্জ সদর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে, যশোরের শার্শা, কুষ্টিয়ার মিরপুর উপজেলায় হরতালও ডেকেছে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ক্ষমতাসীনরা চর দখলের মতো ভোটকেন্দ্র দখল করেছে।

তবে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠু নির্বাচন হয়েছে।

দশম সংসদ নির্বাচন বয়কটকারী বিএনপি স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে। প্রথম দফায় ৯৭ উপজেলায় ভোটে অধিকাংশ স্থানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে তাদের সমর্থিত প্রার্থীরা।

এরপর দ্বিতীয় দফা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলল তারা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর-

বরিশাল: ব্যালট ছিনতাই, কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়াসহ বিভিন্ন অভিযোগে সদর উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কাজী এনায়েত হোসেন।

এরপর ভোটে কারচুপির অভিযোগ এনে এক সংবাদ সম্মেলনে রোববার বরিশাল সদর উপজেলা ও নগরীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেন মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার।

কাউনিয়ায় সরোয়ারের বাড়িতে সংবাদ সম্মেলনে কাজী এনায়েত অভিযোগ করেন, অধিকাংশ কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। দুএকটি কেন্দ্রে যারা ঢুকেছিল, তাদের মারধর করে বের করে দেয়া হয়েছে।

আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাইদুর রহমান রিন্টুর কর্মী-সমর্থকরা ব্যালট ছিনতাই করে সিল দিয়ে বাক্সভর্তি করেছে বলেও অভিযোগ করেন বিএনপি সমর্থিত প্রার্থী।

বিএনপি সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জান্নাতুল ফেরদৌসও সংবাদ সম্মেলনে ছিলেন।

বিএনপির অভিযোগের বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদার সাংবাদিকদের বলেন, তারা অভিযোগ খতিয়ে দেখবেন।

অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়। এ কারণে প্রায় এক ঘণ্টা ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে।

কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সেলিম আহমেদ সাংবাদিকদের জানান, সকাল সাড়ে ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে পুলিশ সাজ্জাদকে করে নিয়ে যায়।

ম্যাজিস্ট্রেট জানান, সহকারী প্রিসাইডিং অফিসারের সামনে সিল দেয়া ব্যালট পেপার পাওয়া গেছে। বুথে ভোটাররা ব্যালটে সিল দিয়ে বাক্সে ফেলার কথা। কোনো নির্বাচনী কর্মকর্তার সামনে সিল দেয়া ব্যালট থাকার কথা নয়।   

এদিকে জাল ভোট দেয়ার অভিযোগে সদর উপজেলার সারসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই জনকে আটক করে বিজিবি সদস্যরা।

আটক দুজন হলেন- মো. পারভেজ ও বাবুল মিয়া।

নোয়াখালী: কেন্দ্র দখল, এজেন্টদের মারধরের অভিযোগ এনে কবিরহাট ও কোম্পানীগঞ্জে বিএনপি সমর্থিত প্রার্থীরা ভোট বর্জনের ঘোষণা দেন। দুই উপজেলায় শুক্রবার সকাল-সন্ধ্যা হরতালের ডাকও দেয় বিএনপি।  

কবিরহাট ও  কোম্পানীগঞ্জে আলাদা সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান প্রার্থী মো. ইলিয়াস ও হুমায়ুন কবির।  

তারা অভিযোগ করেন, দুই উপজেলার প্রায় সব কেন্দ্র দখল করে ক্ষমতাসীন দলের কর্মীরা তাদের এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছ।

সংবাদ সম্মেলন থেকেই শুক্রবার সকাল-সন্ধ্যা হরতাল ডাকেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই সেলিম।

এদিকে ভোট শুরুর দুই ঘণ্টার মাথায় নোয়াখালী সদর উপজেলার ‘আহমদিয়া উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রে বোমাবাজি ও ব্যালট বাক্স ভাংচুরের পর ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।  

ওই কেন্দ্রের তিন সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে মারধর করা হয়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তা ইবনে সালেহ মো. ফরহাদ জানান।

তিনি বলেন, “১০টার দিকে কেন্দ্রের বাইরে কয়েকটি হাতবোমা বিস্ফোরণ হয়। এরপর দুর্বৃত্তরা কেন্দ্রে ঢুকে দুটি ব্যালট বক্স ভাংচুর করে  এবং দেড়শ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় বাধা দিতে গেলে সহকারী প্রিসাইডিং অফিসার মমতাজ বেগম, সাহিদা আক্তার ও আবুল হাসেমের ওপর হামলা হয় বলে জানান তিনি।

সদর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মাহবুব আলমগীর আলোর প্রধান এজেন্ট পৌর মেয়র হারুনুর রশিদ আজাদের অভিযোগ, এসব নাশকতার সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শিহাব উদ্দিন শাহীনের কর্মীরা জড়িত।

কক্সবাজার: অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করে চকরিয়া উপজেলায় রোববার হরতালের ঘোষণা দেন বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া।

ওই উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান মানিকও ৫০টি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন।

প্রতিদ্বন্দ্বীদের অভিযোগের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী জাফর আলম বলেন, নিশ্চিত পরাজিত হচ্ছে জেনে ‘অপকৌশল’ নিয়েছে তারা।

দুপুর ২টায় ভোট বর্জনের ঘোষণা দিয়ে বিএনপি নেতা মিজান বলেন, আওয়ামী লীগের প্রার্থী পুলিশের সহযোগিতায় ভোট জালিয়াত করছে। তারা ব্যালেট ছিনিয়ে নিয়ে জাল ভোট দিয়েছে।

চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, “ভোটের নামে একটি তামাশা হচ্ছে। তাই হরতাল ডাকা হয়েছে। ”

পরে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ভোটে অনিয়মের প্রতিবাদে রোববার গোটা জেলায় হরতালের ঘোষণা দেন।

 

কুষ্টিয়া: কারচুপির অভিযোগ তুলে বিএনপি এবং জামায়াতের দুই চেয়ারম্যান প্রার্থী সংবাদ সম্মেলন করে মিরপুর উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

অনিয়মের প্রতিবাদে বিএনপি-জামায়াত আগামী শনিবার উপজেলায় আধাবেলা হরতাল ডেকেছে।

এছাড়াও খোকসা উপজেলায়ও বিএনপি সমর্থিত প্রার্থী ভোটে অনিয়মের অভিযোগ তুলেছেন।

মিরপুরে সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল হক বলেন, ১০৬টি ভোটকেন্দ্রের মধ্যে অন্তত ৪০টি দখল করে নেয় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কামারুল আরেফিনের কর্মী-সমর্থকরা।

রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েও কোনো ফল হয়নি বলে দাবি করেন তিনি।

তবে কামারুল আরেফিন ভোট কারচুপির অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “নিশ্চিত পরাজয় জেনে একেবারে শেষ মুহূর্তে এসে বিএনপি-জামায়াত ভোট বর্জনের নাটক করেছে। ”

যশোর: অনিয়মের অভিযোগ তুলে শনিবার শার্শা উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।

শার্শা উপজেলা বিএনপি কার্যালয়ে বিকালে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী খায়রুজ্জামান মধু ওই ঘোষণা দিয়ে বলেন, ভোটকেন্দ্র দখল করে তার এজেন্টদের বের করে দিয়েছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

চাঁদপুর: ভোট কারচুপি ও কেন্দ্র দখলের অভিযোগ এনে ফরিদগঞ্জ উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দেন ১৯ দল সমর্থিতরাসহ মোট ৭ প্রার্থী।

ভোট চলাকালে বেলা আড়াইটায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিএনপি নেতারা ভোট বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান চেয়ারম্যান প্রার্থী বিএনপির শরিফ মোহাম্মদ ইউনুস। তার সঙ্গে সাবেক সাংসদ ও উপজেলা বিএনপির সভাপতি হারুনুর রশিদও ছিলেন।

জামায়াত সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল কুদ্দুস ও বিএনপি সমর্থিত রেবেকা সুলতানাও সংবাদ সম্মেলনে ছিলেন।

এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী এম এ হান্নান, আব্দুল মালেক বুলবুল, ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাতেমা খানম ভোট বর্জনের ঘোষণা দেন।

ফরিদগঞ্জে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী অংশ নেন।

উপজেলার পূর্ব হর্নিদুর্গাপুর কেন্দ্রের প্রায় ১ হাজার ব্যালট পেপার ছিনতাই এবং নির্বাচনী কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় ভোট বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া ৩টি কেন্দ্রের ভোটগ্রহণ কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল।

চাঁদপুরের বাকি তিনটি উপজেলা চাঁদপুর সদর, মতলব উত্তর ও মতলব দক্ষিণে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

মাদারীপুর: নির্বাচনী এজেন্টদের বের করে দেয়ার প্রতিবাদে শিবচর উপজেলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান ঠাণ্ডু চৌধুরী ভোট বর্জনের ঘোষণা দেন।

তার অভিযোগ, ৯৮টি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রেজাউল করিম তালুকদারের সমর্থকরা।

ভোলা: বোরহানউদ্দিন ও চরফ্যাশনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

বেলা সাড়ে ১১ টার দিকে বোরহানউদ্দিনের প্রার্থী আনোয়ার ভুঁইয়া তার বাসভবনে এবং চরফ্যাশনে বেলা পৌনে ১২টার দিকে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের বাসভবনে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মালতিয়া নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

আলমগীর মালতিয়া অভিযোগ করেন, তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার কথা জানানোর পরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি।

বোরহানউদ্দিনের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার ভূইয়াও একই অভিযোগ করেন। তিনি বলেন, “মধ্য পক্ষিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় গেলে আওয়ামী লীগ প্রার্থী মহব্বতজান চৌধুরীর লোকজন আমার ওপর আক্রমণ করে।

মুন্সীগঞ্জ: সদর উপজেলায় ভোট গ্রহণের মধ্যে দুপুর পৌনে ২টার দিকে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জেলা বিএনপির সভাপতি আব্দুল হাই।

সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন পুস্তি বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া, জাল ভোটসহ বিভিন্ন অনিয়মের কারণে সরে দাঁড়াতে বাধ্য হচ্ছি।

নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামী শনিবার সদর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের  ঘোষণাও দেন বিএনপি নেতা আবদুল হাই।  

শ্রীনগর উপজেলার সমষপুর ও কোলাপাড়ায় জাল ভোট দেয়ার অভিযোগ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।

এতে কোলাপাড়া উচ্চ বিদ্যালয় এবং সমষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ ছিল।

ভাম্যমাণ আদালতে সাজা

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বগুড়ার শাজাহানপুরে একজনকে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বগুড়া প্রতিনিধি জানান, একজনকে তিন মাসের কারাদণ্ড দেয়ার ১০ জনকে ২০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়।

মটর সাইকেল নিয়ে কেন্দ্রে ঢোকায় ১০ জনকে জরিমানা করা হয়। কেন্দ্রে উস্কানিমূলক আচরণ করায় এমরান নামে এক যুবককে কারাদণ্ড দেয়া হয়।

নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভোট দেয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জানান।

কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, মাগুড়া ইউনিয়নের শাহাপাড়া ভোট কেন্দ্রে জাল ভোট দিতে এলে কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আবুল কালাম আজাদ ও বরাদ আলী নামে দুজনকে আটক করে।

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, রাজারহাট উপজেলায় বিধি লঙ্ঘনের দায়ে একজনকে ছয় মাস কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ২০টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিদ্যানন্দ ইউনিয়নের শুকদেব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেয়ার সময় আতিকুর রহমান (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশ। পরে নির্বাহী হাকিম আরিফা জহুরা মোবাইল কোর্ট বসিয়ে তাকে কারাদণ্ড দেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.