আমাদের কথা খুঁজে নিন

   

একটি গোলাপের বৃন্তচ্যুতি

তুমি আসবে বলে তোমার খোকা বটতলায় বৈশাখী মেলায় যায়নি তোমার হাত ধরে মেলায় যাব খেলনা,অনে-----ক খেলনা না!সে মেলায় আর যাওয়া হয়নি। তোমার অপেক্ষায় কত প্রহর কেটেছে তুমি আসবে বলে কত কাল কেঁদেছি, মা আঁচল দিয়ে জল মুছে দিয়েছে তোমাকে ঘিরে কত প্রশ্ন এই ছোট্ট মনে মায়ের নিরব চাহনিতেই উত্তর পেয়েছি। বাবার কাঁধে চড়ে হারু মামা বাড়ী গিয়েছিল আমি দেখেছি অনেক্ষন অপলকে আমারতো এমন হয়নি ,যতবার তোমাকে ভাবি বুকের ভেতরটা আর্তনাদ করে। মাকে বলেছিলে------- 'জন্মিবে যে তোমার কোলে তাকে স্বাধীনতা এনে দেব জীবন যদি যায় তাতে'। সত্যিই দিয়েছ এনে মাঠের সোনালী পুষ্ট ধান কোকিলের গান নদীর বুকে রূপালী মাছের নাচন, শুধু দাওনি চুমো একটিও। স্বাধীনতা আমার জন্মের সাক্ষী বাবার লাশের সাক্ষী একটি গোলাপের বৃন্তচ্যুতির সাক্ষী মায়ের বিধবার সাক্ষী, তারপরও দেশটাকে ভালবাসি বাবার মতন তেমনি কমতি নয় একরত্তিও।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.