প্রশ্ন: উৎস, প্রসঙ্গ উল্লেখপূর্বক নিচের পঙক্তিটির ব্যাখ্যা লিখ:
"পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু
পুত কইরা দিমু আমি, পুত কইরা দিমু। ।
পুত কইরা দিলে তোরা ধ্বংস হইয়া যাবি
কবরে গিয়া কোর্মা-পোলাও রাইন্ধা খাবি। । "
উত্তর: আলোচ্য পঙক্তিটি ডিপজলের 'পুত কইরা দিমু' গান থেকে নেয়া হয়েছে।
এখানে ডিপজলের 'পুত' করে দেবার মনস্কামনা ব্যক্ত হয়েছে।
ধ্বংসকামিতা মানব চরিত্রের অন্ধকার দিকের এক কদাচিৎ-প্রকাশিত বৈশিষ্ট্য। শত্রুসংকুল কিংবা প্রতিকূল পরিবেশ এই বৈশিষ্ট্য বা মনোভাবের চারণক্ষেত্র। প্রথম দুই চরণে ডিপজল তার এই মনোভাব অত্যন্ত মুন্সিয়ানার সাথে সুচারুরূপে প্রকাশ করেছেন। চরণের দ্বিরুক্তি ডিপজলের এই মনোভাবের তীব্রতারই পরিচায়ক।
ধ্বংসকামনা পূরণে 'পুত' নামক এক নতুন পদ্ধতির আবিষ্কার ডিপজলের সৃজনশীলতার পরিচয় বহন করছে।
পরবর্তী দুই চরণ আধ্যাত্মিকতামূলক। বাংলায় বাউল-সূফীদের হাত ধরে যে আধ্যাত্মিকতার চর্চা যুগ যুগ ধরে চলে এসেছে, তা ডিপজলের হাতে নতুন রূপ লাভ করেছে। শেষ দুই চরণে শত্রুপক্ষের পরকাল নিয়ে ডিপজলকে ভাবিত দেখা গেছে। তিনি শত্রুপক্ষ যেন কবরে গিয়ে কোর্মা-পোলাও আস্বাদন করতে পারে সেই প্রার্থনা করেছেন।
অর্থাৎ তিনি শত্রুদের প্রতি যে ক্ষোভ মনে লালন করেন তা পার্থিব জীবনেই সীমাবদ্ধ রাখতে চান এবং পরকালে তাদের মঙ্গল কামনা করেন। এটি নিঃসন্দেহে ডিপজলের উদারতাকে প্রকাশ করছে যা এ যুগে বিরল। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।