ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল
অপরূপা সুন্দরীদের দেখলে এখনো বলি
"দোস্ত সেই রকম...."
তুমি সুন্দরী, তবে এখন আর অপরূপা নও
কিশোরী তরুণীবেলার সেই মন কেমন করা
মুখটি হারিয়ে গেছে বহুদিন...
তবু আজো তোমাকে দেখলে মন্তব্য হারিয়ে যায়
আহা সেইসব দিন...
তোমাকে সামান্য টিজ করায় মধুকে কেবল
মারতে বাকী রেখেছিলাম
আজো তোমাকে দেখলে মুগ্ধ স্মৃতিগুলো
ভীর করে আসে নিওরণে
আর সেদিন তুমি যখন বললে...
কি দেখো অমন করে মুটিয়ে যাওয়া ধুমসী
একটা মেয়ের মধ্যে। দেখো আমার চোখে ক্লান্তির ছাপ
আমার মুখে ক্ষত রেখে গেছে ব্রণ
বয়সের রেখাগুলো কেমন আঁচড় কাটতে শুরু করেছে..
মনে আছে, থামিয়ে দিয়ে বলেছিলাম-
তারপরও ওটা তো তুমি, তাই না?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।