আমাদের কথা খুঁজে নিন

   

কিছু ব্যাখ্যা(১)

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

Click This Link Click This Link দাসত্বের ২ জুনের পোস্টের পর কিছু কথা না বললেই নয়। তা না হলে ভুল বোঝাবুঝি হবার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। ১। দাসত্বের মেইল, Re: Fw: Re: HeyMonday, May 3, 2010 10:21 PM From: This sender is DomainKeys verified "****" Add sender to ContactsTo: "**" I made some Edition on the post.... pleasure to invite you to read again. ২। দাসত্বের মেইল, Re: Fw: Re: Hey Monday, May 3, 2010 10:10 AMFrom: This sender is DomainKeys verified"**" Add sender to ContactsTo: "**" Its ok... dont be bothered... I trust you both.... Good day ৩।

আমার মেইল, --- On Sun, 5/2/10, ** wrote: From: ** Subject: Fw: Re: Hey To: "**" Date: Sunday, May 2, 2010, 8:51 PM Dear Dasotto, It's my apology that I gave Nuruzzaman your e-mail ID without your permission. Actually he asked me for that article. Regards, Najnin ৪। মানিক ভাইর মেইল --- On Mon, 5/3/10, ** wrote: From: ** Subject: Re: Hey To: "**" Date: Monday, May 3, 2010, 9:17 AM IT'S OK. ৫। আমার মেইল, From: ** To: ** Sent: Sun, May 2, 2010 10:12:34 PM Subject: Re: Hey Dear Nuruzzaman vai, It would be my pleasure if I could fwd you that mail. But I think that this is a matter of ethics. If you need that file, then you can ask it from Dasotto directly. For that I can give you the e-mail address of him from where I rcvd mail. His e-mail address: "**" **@yahoo.com Regards, Najnin ৬। মানিক ভাইর মেইল, --- On Sun, 5/2/10, ** wrote: From: ** Subject: Hey To: **@yahoo.com Date: Sunday, May 2, 2010, 3:41 PM Dear Ms Najnin, Shall appreciate if you please fwd the article you just got from blogger dasotto. Take care. Nuruzzaman Manik ------------------------------------------------------------------------- এই হলো দাসত্বের আওয়ামী মুসলিম লীগের নাম আওয়ামী লীগ হওয়া সংক্রান্ত পোস্টে রেফারেন্সের ফাইলটা চেয়ে অনুরোধ করে আমার মেইল এড্রেসটা দেয়ার পর পাওয়া মেইলগুলোর কপি। এর মাঝেই দাসত্বের কাছ থেকে আমি পিডিএফ ফাইলটা পাই।

১। দাসত্বের মেইল, Re: Dasotto From Somehwhereinblog.netSunday, May 2, 2010 11:31 PM From: This sender is DomainKeys verified"**" Add sender to ContactsTo: "**" ok. ২। আমার মেইল--- On Sun, 5/2/10, ** wrote: From: ** Subject: Re: Dasotto From Somehwhereinblog.net To: "**" Date: Sunday, May 2, 2010, 9:07 AM Thanks for your mail. Yeh, I got it. Regards, Najnin ৩। দাসত্বের মেইল, --- On Sun, 5/2/10, ** wrote: From: ** Subject: Dasotto From Somehwhereinblog.net To: **@yahoo.com Date: Sunday, May 2, 2010, 10:53 AM let me know if you received it or not . আমি এখানে একটা কথা ক্লিয়ারভাবে বলতে চাই, এর আগে আর কখনোই নুরুজ্জামান মানিক ভাইয়ের সাথে ব্লগ ছাড়া কোন মেইল বা অন্য কোনভাবে কথা হয়নি। আর অনুমতি নেয়ার আগেই ই-মেইল এড্রেস দিয়ে দেয়াতে (আসলে ব্যাপারটাতে ওই মুহূর্তে সচেতন ছিলাম না) আমি দাসত্বের কাছে ক্ষমাও চেয়েছি, নুরুজ্জামান মানিক ভাইয়ের মেইলসহই উনাকে ফরোয়ার্ড করেছি।

এরপর আর এটা নিয়ে কোন কিন্তু খোঁজার মনে হয় কোন কারণ নেই। আর হ্যাঁ, ভুল করলে ক্ষমা চাওয়ার মতো বিবেক আমার আছে, যত বস্তিতেই আমি জন্মাই না কেন, আর যতই নতুন পাতিল থেকে বইতে সদ্য প্রমোশন পাই না কেন। আর কোন রেফারেন্স অনেক বড় না ছোট, সেটা এখানে বিবেচ্যবিষয় নয়। যেখানে নামহীন লেখক পাকিস্তান ভাঙ্গার ব্যাপারে প্রায় একতরফা আওয়ামী লীগের দোষ দিয়ে গেছেন, আমি আওয়ামী লীগের সমর্থক না হয়েও ওই নামহীন লেখকের মূল উদ্দেশ্যকে সৎ বলতে পারি না। আর পিডিএফ ফাইলটার শুধু প্রথম কয়েকটা পৃষ্ঠা নেই মানে যেখানে বইয়ের নাম, লেখকের নাম, মুখবন্ধ এসব থাকে, আর বাকী সব চ্যাপ্টারই আছে।

এটাও একটা আশ্চর্যের ব্যাপার। এ মুহূর্তে আমি বাসায়, আর ফাইলটি আমার ল্যাবের পিসিতে সেইভ করা, তাই বিস্তারিত কথা বলতে পারছি না, একনজর দেখেছিলাম। অবশ্য মেইলে আছে, কেউ চাইলে আবার চেক করে আরো ভালভাবে বলা যাবে। তবে শুধু এইটুকু বলতে পারি বাংলাদেশপন্থী আর পাকিস্তানপন্থীদের ইতিহাস লেখায় বেশ একটা বড় ফারাক থাকে। একপক্ষ শুধু আরেক পক্ষের দোষগুলো দেখে, সেভাবেই লেখে, নিজের দোষ সহজে কেউ দেখে না বা চেপে রাখে।

(ক্রমশ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।