আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্তিকার শিল্পীরা

আজ সন্ধ্যারাতে 'হৃদয়ে মাটি ও মানুষ' দেখছিলাম। শাইখ সিরাজ স্যারের এ অনুষ্ঠানটা যতবার দেখি মনের ভেতর একটা সূক্ষ ব্যথা অনুভব করি। আমাদের কৃষকরা শত দুঃখ-কষ্ট-বঞ্চনার মধ্য দিয়েও নিশ্চুপ থেকে কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। আর তারা এ কাজটা যেন করছেন অনেকটা অদৃশ্যভাবে। এদিকে আমরা অনেকটা এমনভাব করি যেন সবকিছু নিজ থেকে আপনা আপনি হয়ে যাচ্ছে।

ঠিক যেমন সূর্য ওঠে, সূর্য ডোবে । ছোটবেলায় ক্লাস সিক্সে বাংলা ২য় পত্রে রচনা মুখস্ত করেছিলাম- কৃষিকাজে বিজ্ঞান । শহরে থাকা আমি তখন প্রথম জেনেছিলাম লাঙল ছাড়াও নাকি জমি চাষ হয় । কতরকম অদ্ভুত সব কৃষি যন্ত্রের নাম যে শিখেছিলাম। তবে সবচেয়ে অবাক হয়েছিলাম এটা জেনে, বিদেশি গ্রামগুলোতে নাকি আছে এক অদ্ভুত গাড়ি, যেটা চলার সময় যেমন একদিকে ধান/শস্য কেটে নেয় অন্যদিকে মাড়াই করে একেবারে রীতিমত চারকোণা প্যাকেটের মত বেঁধেও ফেলে! অবশ্য তখন বুঝতে পারিনি যে, তৃতীয় বিশ্বের বইয়ের পাতা আর এখানকার বাস্তবতার মাঝে এক আকাশ ব্যবধান থাকে।

একপলকেই এতখানি উন্নতি আশা করি না। তবে আধুনিক চাষ-পদ্ধতি,উন্নত বীজ ব্যবহার, উদ্ভাবিত বিজ্ঞানের প্রয়োগ,শিক্ষা, বাজেট,সিস্টেম- এই শব্দগুলো কি চিরকাল কৃষকের কাছে স্বপ্নই হয়ে থাকবে? অবাক লাগে দেখতে যখন অশিক্ষিত ( শিক্ষিত কৃষক যে আছে তা অস্বীকার করছিনা) চাষারা যতটা সহজ-সরল ততটাই ভাষায় সাবলীল। এদের কন্ঠে যে অসহায়ত্ব, দারিদ্র দাসত্বের যে করুণ সুর শুনি তা আমার মত একজন নগন্যের হৃদয় নাড়া দিলেও কৃষি/শিল্প সংশ্লিস্ট কর্তৃপক্ষেরা কেন জানি বিন্দুমাত্র বিচলিত হন না। টুকরো টুকরো কয়েকটা উদাহরণ দিলে না হয় ব্যাপারটা পরিস্কার হবে অনেকের কাছেই। প্রথমেই বলি প্রান্তিক লবণচাষীদের কথা।

বেশিরভাগেরই যেখানে জমি লীজ প্রয়োজন। সরকারও জমি লীজ দিচ্ছে না তা নয়,দিচ্ছে। বর্গা প্রতি ১৫০০ টাকা। কিন্তু তারা পাচ্ছেন বর্গা প্রতি ৫০০০-১৫০০০টাকায়! কারণ মাঝে দাঁড়িয়েছে মধ্যম ফরিয়ারা। এবার দেখুন আউটপুটটা কেমন।

লবণের বর্তমান মূল্য ২০০টাকা। সেখানে প্রান্তিক কৃষকরা পাচ্ছেন ১২০-১৪০টাকা। শুধু তাই নয়,মণের হিসাব যেখানে (চাষীদের ভাষ্যমতে) ৩৭.৫ কেজি তাদের কাছ থেকে নেয়া হয় ৫০কেজি হিসেবে। বলছি এক টমেটো চাষীর করুণ কাহিনী । টমেটোর ভাল ফলন ভাল হয়েছে।

তবু তার মুখে জমাট মেঘ। তুলে নেয়ার সময়ও পেরিয়ে গেলেও তা ক্ষেতেই আছে। কারণ ক্ষেত থেকে যে পরিমান মজুরি দিয়ে কুলি বয়ে বাজারে নিয়ে যেতে হয়, সেই মজুরির টাকাও যে তার হাতে আসছে না। এবার চলুন সারের বাজারে। বিএডিসি থেকে সরবরাহকৃত সার অত্যন্ত ভালো মানের,প্রথম দিকে চাষীরা আগ্রহী হলেও এখন তারা মুখ ফিরিয়ে নিয়েছে- এটা স্বয়ং বিএডিসির এক কর্মকর্তার স্বীকারোক্তি।

কেন জানতে চান? সারের সাথে ভেজালও যে উপরিপাওনা। যেখানে সারের পেছনে ব্যয় হওয়া উচিত ১৩০০টাকা সেখানে এখন প্রাইভেট ভাবে সার কিনতে হচ্ছে ১৮০০-২২০০ টাকা হারে। এরকমভাবে পোল্ট্রি,হ্যাচারী,ফিশারিয,ডেইরী- প্রতিটি সেক্টরই চরম্ভাবে হুমকির সন্মুখে। কেননা যতটুকু সরকারি বা প্রশাসনিক সহযোগিতা তাদের পাওয়ার কথা,তারা পাচ্ছে না যথাযথভাবে। বেশিরভাগ সরকারি কর্মকর্তারা(সবাই না) এখন দুর্নীতিগ্রস্থ।

প্রত্যেকবারই চাষীরা আশা রাখেন এবার নিশ্চয়ই তাদের সুযোগ-সুবিধা অন্তত সমস্যাগুলোকে কেন্দ্র করে বাজেট ঘোষণা হবে। এবং অতঃপর উদ্যোগ। কিন্তু কোনটাই আর হয় না। যে লাউ সে কদুই থেকে যায়। এবং এ সমস্যা চিরদিনের।

তা না হলে কি বেগম রোকেয়ার 'চাষার দুক্ষু' প্রবন্ধে দেখি- " এ কঠোর মহীতে চাষা এসেছে শুধু সহিতে; আর মরমের ব্যাথা লুকায়ে মরমে জঠর-অনলে দহিতে! " শেষটায় একটু নিজের প্রসঙ্গে আসি। খুব ছোটবেলা থেকে 'চাষা' শব্দটিকে গালি হিসেবে বলতে শুনেছি,এমনকি অনেক শিক্ষিত লোকের মুখেও। একদিন বাবাকে জিজ্ঞেস করতেই বাবা বলেন - " এটাকে গালি নয়, আশীর্বাদ হিসেবে জেনো মা । " একারনেই লেখার অনেক স্থানে কৃষকের বদলে চাষা শব্দটি ব্যবহার করলাম। যারা এখনও চাষা বলে গালি দেন তাদের বলি, যে কোন ধরনের খাবার খেতে বিরত থাকুন।

ভাত,শাক-সব্জি, ফলমূল থেকে তামাক দেয়া সিগারেট পর্যন্ত। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।