আমাদের কথা খুঁজে নিন

   

“মৃত্তিকার মতো তুমি আজ”



ড. সিতারা পারভীন ম্মরণে নির্মিত তথ্যচিত্র “মৃত্তিকার মতো তুমি আজ” ফিরে এসো সুরঞ্জনা... সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো... ... ... কবিতার এ ব্যকুল আবেদন আর কারও নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিটি শিক-শিার্থী ও প্রিয়হারা স্বজনের। সকলের বিশ্বাস তিঁিন আজও আছেন এবং থাকবেন। । ড. সিতারা পারভীন স্মরণে নির্মিত তথ্যচিত্র “মৃত্তিকার মতো তুমি আজ” প্রর্দশনীতে এভাবেই তাঁকে স্মরণ করল সকলে। জীবনের সবচেয়ে কাছের বন্ধু, সহকর্মী ও প্রিয়তমা স্ত্রীকে হারিয়ে আজ বড় একা বিভাগের সাবেক চেয়ারপার্সন ড. আহাদুজ্জামান।

সবচেয়ে আপন মানুষটিকে ছেড়ে তিঁনি এত তাড়াতাড়ি চলে যাবেন, এমনটি হয়তো কথা ছিল না। আর তাইতো প্রিয় মানুষটির শূণ্যতা তাঁকে ঘিরে ধরে প্রতিটি মূহুর্তে। জীবনানন্দ দাশের “সুরঞ্জনা” কবিতাটি বারবার আবৃতি করেও হয়তো তাঁর এই শূণ্যতা কাটে না। তিঁিন বিশ্বাস করেন, “সুরঞ্জনা, আজো তুমি আমাদের পৃথিবীতে আছো... ... ” “সময়ানুবর্তিতা বলতে যা বোঝায় তা তাঁর মধ্যে ছিল প্রবল”- বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি.সি. ড. আ আ ম স আরেফিন ছিদ্দিকী। ড. সিতারা পারভীনের নিষ্ঠা আর অতুলনীয় দায়িত্ববোধকে স্মরণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিভাগের শিক রুবায়েত ফেরদৌস ও কাজলি শেহরীন ইসলাম।

ড. কাবেরী গায়েন বলেন,“ কাছাকাছি সময়ে আমি মা এবং সিতারা আপাকে হারিয়েছি। তখন আমি এডিনবারা ছিলাম। এই দুজনেরই চলে যাওয়ার নীরব সাী হয়ে রইল - এডিনবারার সেই ফুটন্ত চেরী ফুল”। বিভাগের চেয়ারপার্সন ড. গীতি আরা নাসরীনসহ আরও অনেকেই তাঁেক স্মরল করলেন গভীর শ্রদ্ধায়। স্মৃতিগুলো যেন আজও সজীব।

কিন্তুু তাঁর এই চলে যাওয়া যেন কেউই মেনে নিতে পারছিলেন না। বিভাগের প্রতিটি শিক-শির্থীর নিকট তাঁর অনুপস্থিতি যেন এক কঠিন বাস্তবতা। ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী সাহিত্যে বি.এ.(সম্মান) ও এম.এ. ডিগ্রী অর্জনকারী সিতারা পারভীন পরর্বতীতে সাংবাদিকতাকেই পেশা এবং শিকতা হিসাবে গ্রহন করেছিলেন। ২০০৫ সালের ২৩ জুন আমেরিকার শিকাগোতে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় তিঁনি মৃত্যুবরণ করেন। প্রয়াত ড. সিতারা পারভীন দেশের সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি শাহাবুদ্দীন আহমদের কন্যা।

ড. সিতারা পারভীন স্মরণে “মৃত্তিকার মতো তুমি আজ” তথ্যচিত্রটি নির্মাণ করে সাংবাদিকতা বিভাগের শিার্থীদের সংগঠন সেন্টার ফর প্র্যাকটিকাল মাল্টিমিডিয়া স্টাডিস(সি পি এম এস)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।