আমাদের কথা খুঁজে নিন

   

মৃত্তিকার মালাবদল

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস, -আবু মকসুদ ক্রমশ সরে যাচ্ছি মুগ্ধতার দিকে, বৃশ্চিক আঁখি পোশাক প্রসাধনে পাঠায় শরীর বার্তা, ইটতাতা মন একলা বৃক্ষে কেটেছে অনেক কাল, গল্প বৃষ্টি্র আশ্বাস পেয়ে নেচেছে ময়ূরীমন সুদুরে প্রসারিত হাত, টগবগে হৃৎপিণ্ডে শুনি যুগলের হর্ষধ্বনি, মালাবদলের পালা শেষে শুরু হয় সংসারের সপ্তপদ আঙিনা পেরুলে দেখি ধুধু মাঠ দিগন্তপ্রসারী। কলসের দাগ, নক্ষত্রের নিশি ডাক বরফের প্রকার ভেদে প্রতিবেশী পৃথিবী অমায়িকই ছিল, দুপ্রান্তের রাবারের টান খানিকটা বেড়ে গেলে, খুলি দেখি ঘিঞ্জি পৃষ্ঠা। কম্পাস জীবনে অভ্যস্ত অসংখ্য হিতোপদেশ ক্যাকটাসের কাঁটায় বোনা হলে প্রথাবদ্ধ মন দেখে আকাশে নিদ্রালস চাঁদ, সময় সারণী বেয়ে দেখে শ্লেটমেঘে মজেছে বর্ণমালা, এক ক্ষত্রিয় বালক আহ্লাদি ঘুম সেরে হেঁটে যায় ধানজ্যোৎস্নার মাঠে, বালিকার রৌদ্র চিঠি হাতে অতপর পৌছায় ভোরের দপ্তরে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।