আমাদের কথা খুঁজে নিন

   

কালের স্বর ২

: পড়িস কোথায়? - মুড়ির টিনে। : কেন সেথায়? - পাপের ঋণে! : রেজাল্ট কেমন? - বলতে হয়! : কেন এমন? - দূর্নীতি হয়। : রুম কয়টা? - হবে পাঁচেক। : শিক্ষার্থী সংখ্যা? - শ চারেক। : ক্লাস হয়? - ফরমালিটি মেনে।

: পাঠদানের মান? - ডেন্জার জোনে। : একাডেমিক সিস্টেম? - আদিম কালের। : সেশন জ্যাম? - পিকেটিং তালের। : সহায়ক গ্রন্থ? - শো রুমে। : জার্নাল আছে? - স্বপ্নের ফ্রেমে! : কম্পিউটার ল্যাব? - এনালগ যুগে।

: নেট স্পীড! - মূমুর্ষূ রোগে... : এ্যাসাইনমেন্টের চাপ? - ফ্রি হিট। : পার্সেন্টেজের হিসাব? - নো নীড। : পিকনিক হয়? - আধুনিকতায় নাঁচে। : ক্লাসে যাবি? - ডেটিং আছে। : আর কিছু? - কর্তৃপক্ষ লেইম।

: শেষ কথা? - সবখানেই সেইম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।