জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। নিশ্চয়ই মানুষ সমূহ বিপদেই আছে, বিপদ তার প্রজ্জ্বলিত অনলের মতো চারিপাশে লেলিহান শিখা ঘিরিয়াছে; ভীত-সন্ত্রস্ত এই মানুষজাতি নিয়ত। চারিদিকে খুন ধর্ষণ অন্যায় অ-দ্বীন ঝঞ্ঝাবাতে বিক্ষিপ্ত মানব জাতি; ঘোলা চোখে খোঁজে শান্ত-সুদিন বাঞ্ছাবর্ত্ম তরে করিছে আরতি। আয়ুষ্কালের বিপদ মুক্তির তান- সৎকর্ম ভালোবাসা একক সত্ত্বায়; সত্য ন্যায় ধৈর্যের উপদেশ দান যুগ ও কালের বিপদ মুক্তির উপায়। [ আল কোরআন-এর ১০৩ নম্বর 'সুরা আছর'-এর ভাবদর্শনের আলোকে ]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।