আমাদের কথা খুঁজে নিন

   

কালের শকট

ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ

পানকৌড়ির বুকটা বিদীর্ণ করেছে ভোর মাঘের হিমেল শীত তাই বড়ো ম্লান! সমসত দীঘির লাল জলে নুব্জ হ'য়ে ঠিকরে পড়ছে সূর্যের আলোর আভা; খুব শান্ত সুনসান প্রানতর চাদ্দিক কোথাও সপন্দন নেই জলজ জীবের যেন মহাকাল গুণছে প্রহর- বসন্তের আগমন বার্তা আসবে কখন? শীত শেষ হবে বসন্তের দরজার কড়া নেড়ে আবারো উঠবে জেগে জীবনের ফুল, ঘ্রাণ বাসন্তী শাড়ীটা পরে ছুটবে কিশোরী অবাক ছেলেরা হাঁটবে দীঘির কিনারায়। থামবে হীমেল শীত আসবে জোয়ার জলে দূরে কোথাও জমবে বসন্ত বন্দনা মেলা নড়েচড়ে উঠবে দীঘির সমস্ত জলজ জীব। পানকৌড়ির শীতল বুক জাগবে না তবু নিঃশেষ মাঘের ভোরে এই ক্ষণ নয় তার এ যেন কালের শকটে ঐ দূর মহাকাল!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।