আমি হব সকাল বেলার পাখি মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদান লিখা আছে অশ্রুজল। কত বিপ্লবী বন্ধুর রক্ত রাঙা, বন্দি শালার ঐ শিকল ভাঙ্গা আজ রক্ত কমল গাঁথা মাল্য খানি বিজয় লক্ষে দে বে তাদে রই গলে যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি সেই মৃত্যুজ্ঞয়ী দের চরন চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মৌন মলিন মুখে ফোটালো ভাষা তারা কি ফিরিবে আর শুপ্রভাতে যত তরুন অরুন গেছে অস্তাজলে। " আমার খুবই প্রিয় একটি গান, আমার ব্লগের প্রথম লেখায় পোষ্ট করলাম" -- আসিফ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।