আমাদের কথা খুঁজে নিন

   

কালের শাপ

আমি খুব সাধারন। জল শুন্য একটা ধুধু মরুভূমি যেদিকে তাকানো যায় শুধু হাহাকার মরুভূমির একটাপাস একটা বিশাল পাহাড় শোনা যায় যে পাহাড়ের ওপাশে বিশাল সমুদ্র ছিল আর অনেক আগে নাকি এখানে নীল জলের নদী ছিল টলটলে সচ্ছ জলে কত মানুষ জলজীবের আনা গোনা ছিল এখন এখানে কোন প্রান নেই আছে মৃত মানুষের কঙ্কাল যত দূর চোখ যায় শুধু মরুভূমি আর শুকনো বালি আর একটা গরম আটকা বাতাস যাতে ভেসে আসে মানুষের মৃত্যুপূর্ব শেষ চিত্কার ভেসে আসে ওদের দিয়ে যাওয়া অভিশাপের কথা যার ভার এখনো বয়ে নিয়ে ক্লান্ত পথ পারি দিচ্ছে হাজারো পথিক ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।