এই মুহুর্তে হিসাব করা খুব কঠিন যে জগতে পুরুষ বেশি অসৎ নাকি নারী বেশি অসৎ,এই হিসাব নিয়ে বসলে নির্ঘাত খুনোখুনী পর্যায়ে চলে যাবে হিসাবস্থল। পুরুষ এবং নারী উভয়েই যার যার সিদ্ধান্তে অটল থাকবে এটা নিশ্চিত।
বর্তমান সময়ে পরকীয়া একটি মারত্নক সামাজিক ব্যাধি হিসাবে সারা দুনিয়ায় আলোচিত। এই পরকীয়ার সম্পর্কের কারণে সংসার ভেংগে যাচ্ছে যখনতখন,খুনখারাবী হচ্ছেও দেদারসে।
সম্প্রতি এক গোবেষণায় বের করা হয়েছে পরকীয়ায় পুরুষ কোন কোন মিথ্যা সবথেকে বেশি ব্যবহার করে।
চলুন জেনে নেই মিথ্যাগুলান
১..আমি খুব দ্রুত সমাধান করছি
ধরা খাইলেই ইনিয়ে বিনিয়ে বউকে বলবে আমি সরি,দ্রুত সমাধান করছি বা আর কখনও এমন হবে না। আবার যার সাথে অবৈধ সম্পর্ক তাকেও একই কথা বলবে।
২.. আমি একা বড় একা,আমার আপন কেউ নাই
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়,পুরুষরা বিয়ের কথা গোপন করেই নতুন করে অন্য নারীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। নারীর সামনে ভাব নিবে,আমি একা বড় একা,আমার আপন কেউ নাই,এমন টাইপ।
৩..আমরা আলাদা ঘুমাই
নারীদের সহানুভূতি পেতে প্রচার করে আমি আর আমার বউ আলাদা ঘুমাইকুন শান্তি নাই মনে
৪..আমি তোমার প্রতি আস্থাশীল
পরনারীকে বলে আমি একমাত্র তোমার প্রতিই আস্থাশীল মজার বিষয় হইল পরনারী একবারও মাথায় আনেনা, যে তার বউয়ের সাথে চিট করছে সে তার সাথেও চিট করবেনা এর কুন গ্যারান্টি নাই
৫..আমার আর আমার বউয়ের মধ্যে কুন সম্পর্ক নাই
একসাথে বাস করে পুরুষেরা বলে আমার আর বউয়ের মধ্যে কুন কিছুই নাই আর সেই কথা মাইন্যা নিয়া কিছু নারী লাফায় ঝাপায় পড়ে পরকীয়ায়,আপচুচ
৬..আমার কুন দোষ নাই,সব দুষ মাইয়ার
ধরা খাইলেই পুরুষেরা বউয়ের পা ধরে বলে,বিশ্বাস খাওয়া কইতাছি আমার কুন দুষ নাই,সব দুষ ময়ুরীর
৭..তুমি যেইভাবে আমারে বুঝ,আমার বউ আমারে বুঝে না
পরকীয়ায় পুরুষের অন্যতম মিথ্যা কথা হইল,মনিখা,তুমি যেভাবে আমারে বুঝ সেইভাবে হিলারী আমারে বুঝতে পারেনা {চল।
চুরুট কিনতে যাই}
৮..আমি তারে ভালবাসিনা
নিজের বউ আর অন্য নারী দুই জনরেই লুল ব্যাটা বলে,আমি তুমারেই ভালা পাই ,বিশ্বাস না হইলে এরশাদ কাগুর কসম
অ.ট. কেনু জানি মনে হয় নারীরা চান্দা তুলে এই গোবেষনা টাকার বিনিময়ে করে পুরুষদের লুলামি ফাস করে দিছে,আমি এর তেব্র ফ্রতিবাদ জানাই আর আফারা সামনে আসতেছি আপনাগো গোমর ফাস কর্তে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।