কিচ কিচ কুচ কুচ কাচ কাচ কোচ কোচ!!! কয়েকদিন আগে শুনলাম ফরিদপুর এলাকার সম্মানিত মন্ত্রী নাকি ফরিদপুর মেডিকেলের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করেছেন যে “ফরিদপুর মেডিকেল কলেজ” নামটা নাকি আর থাকবে না, এটা হবে “শেখ হাসিনা মেডিকেল কলেজ”! এটা নিশ্চয়ই একটা যুগান্তকারী সিদ্ধান্ত, এটা করলে নিশ্চয়ই ফরিদপুর মেডিকেলে উন্নতির জোয়ার বয়ে যাবে! কিন্তু শুধু মেডিকেল কলেজ এই সুবিধা পাবে কেন? আমরা সাধারণ ফরিদপুরবাসী কি দোষ করেছি? আমাদের কি উন্নয়নের জোয়ারে হাবুডুবু খেতে ইচ্ছা হয় না? আমাদের কি গণতন্ত্রের মানসকন্যা ইত্যাদি ইত্যাদি উপাধিতে ভূষিত, একাধিক ডিগ্রি ও দেশি বিদেশি পুরষ্কারপ্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর নামাঙ্কিত কোন প্রতিষ্ঠানে পড়ার অধিকার নেই? যখন শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্ররা ভাব নিয়ে ঘুরে বেড়াবে তখন কি আমরা আঙ্গুল চুষব? না। কখনই না। তাই আমাদের প্রস্তাব, ফরিদপুরের কিছু প্রতিষ্ঠানের খ্যাত নামগুলো পাল্টে এই নামগুলো দেয়া হোক... সরকারি ইয়াসিন কলেজ...সজীব ওয়াজেদ কলেজ সারদা সুন্দরী মহিলা কলেজ...পুতুল সুন্দরী মহিলা কলেজ রাজেন্দ্র বিশ্ববিদ্যালয়...বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ফরিদপুর জিলা স্কুল...ওয়াজেদ মেমোরিয়াল স্কুল বোয়ালমারি...জামাতমারি ফরিদপুর স্টেডিয়াম...শেখ জামাল স্টেডিয়াম ফরিদপুর সিটি কলেজ...শেখ রেহানা কলেজ ফরিদপুর...শেখপুর ইত্যাদি ইত্যাদি। এইসব পরিবর্তনের ফলে নিশ্চয়ই ফরিদপুর থুক্কু শেখপুর এলাকায় প্রভূত উন্নতি সাধিত হবে! উন্নতির বন্যায় নিশ্চয়ই জামাত শিবির যুদ্ধাপরাধী ভেসে যাবে! আর আমরা নিশ্চয়ই তখন ফরিদপুর থুক্কু শেখ হাসিনা মেডিকেল কলেজের ছাত্রদের মত ভাব মেরে বলতে পারব, “মামা, শেখ শেখ, শেখ ইওর বাডি বেবে!”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।