আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম বিদ্বেসী নাস্তিক ব্লগারদের গ্রেফতারে অভিযান চালাচ্ছেন গোয়েন্দারা

শুভ জাহিদ @ http://howcanigetanemailaddress.com/ সৈয়দ আতিক সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের নির্দেশনা ও উপযুক্ত তথ্যপ্রমাণের ভিত্তিতে ব্লগারদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান চালাচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আসিফ মহিউদ্দীনসহ চার ব্লগারকে গ্রেফতার করলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলেম সমাজের জমা দেয়া তালিকায় মোট ৮৪ জন ব্লগারের নাম রয়েছে। গোয়েন্দা পুলিশ জানায়, কয়েকটি ব্লগ ও কয়েক ব্লগার কঠোর নজরদারিতে আছে। তাদের ব্লগ পর্যালোচনা করা হচ্ছে। ডিবির পাশাপাশি অন্য গোয়েন্দা সংস্থাও ব্লগে আপত্তিকর পোস্টকারীদের সাইটগুলো খতিয়ে দেখছে।

সূত্র জানায়, ইসলাম ধর্ম ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তিকারীদের একটি তালিকা সম্প্রতি মন্ত্রণালয়ে জমা দেয় আলেম সমাজ। অবশ্য ওই তালিকার পর মন্ত্রণালয় থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে, যারা কটূক্তি করেছে তাদের যেন আইনের আওতায় আনা হয়। পাশাপাশি কে কি রকম কটূক্তি করেছে সেই লেখাটিও অভিযুক্ত ব্লগারের পোস্ট থেকে সংগ্রহ করতে বলা হয়েছে গোয়েন্দা সংস্থাকে। একইসঙ্গে গোয়েন্দা সংস্থার পাশাপাশি আলেম সমাজকেও বলা হয়, যাদের অভিযুক্ত করা হয়েছে সেসব ব্লগার কোন কোন ব্লগে কি ধরনের কটূক্তি পোস্ট করেছে সেই লেখাটিও যেন জমা দেয়া হয়। এতে করে সরকারের পক্ষে দ্রুত আইনপ্রয়োগ করা সহজ হবে।

আলেম সমাজ তাদের তালিকায় মন্ত্রণালয়ে নয়টি ব্লগের নাম দিয়েছেন। স্যামহোয়ার ব্লগ, আমার ব্লগ, মুক্তমনা ব্লগ, নাগরিক ব্লগ, ধর্মকারী ব্লগ, নবযুগ ব্লগ, সচলায়তন ব্লগ, চোতরাপাতা ব্লগ ও মতিকণ্ঠ ব্লগ। এসব ব্লগে ইসলাম ধর্ম ও মহানবী নিয়ে কটূক্তির পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রীসহ মন্ত্রিপরিষদের অনেক সদস্যকে নিয়েও নানা ধরনের লেখা বিভিন্ন সময়ে পোস্ট করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিসি) মোল্লা নজরুল ইসলাম যুগান্তরকে জানান, ব্লগে যারা আপত্তিকর লেখালেখি করেছে সেইসব ব্লগ পর্যালোচনার পর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। ডিসি নজরুল আরও জানান, ইতিমধ্যে ব্লগার আসিফ মহিউদ্দীনসহ চার ব্লগারকে তথ্য-প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়।

তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ব্লগ ঘেঁটে দেখা যায়, কিছু কিছু ব্লগে করা পোস্ট মুছে ফেলা হয়েছে। লেখা মুছে ফেলার পর বলা হয়েছে ‘এ লেখাটি লেখক নিজেই সরিয়ে ফেলেছেন। ’ তবে গোয়েন্দারা বলছেন, ব্লগে জামায়াত-শিবির নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। তারা অনেক কিছু পোস্ট করে নিজেরা সরিয়ে দিয়ে সংকট সৃষ্টি করছে।

এ ধরনের কয়েকজনের তালিকা নিয়েও কাজ করছে একটি গোয়েন্দা সংস্থা। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ও জামায়াতে ইসলামী নিষিদ্ধের দাবিতে শাহবাগে গত ৫ ফেব্র“য়ারি ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্টদের প্রতিবাদই দেশব্যাপী গণজাগরণ সৃষ্টি হয় এবং পরে এই আন্দোলনে যুক্ত হয় বিভিন্ন ছাত্র ও সাংস্কৃতিক সংগঠন। শাহবাগে গণজাগরণ আন্দোলন শুরুর পর চট্টগ্রামভিত্তিক হেফাজতে ইসলামের নামে মাঠে নামে কয়েকটি ইসলামী দল, যারা গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের বিরুদ্ধে ঢালাওভাবে ইসলাম অবমাননার অভিযোগ এনে ব্লগারদের কঠোর শাস্তি দাবি করে। গণজাগরণ মঞ্চ বন্ধ করে দেয়াসহ কয়েকজন ‘নাস্তিক’ ব্লগারের ফাঁসির দাবি তোলে হেফাজতে ইসলাম, তাদের তালিকায় আসিফের নাম ছিল। পরে আলেম সমাজ একটি দীর্ঘ তালিকা সম্প্রতি মন্ত্রণালয়ে জমা দেয়।

ওই তালিকা থেকে আসিফ মহিউদ্দীনসহ আরও তিন ব্লগার সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। ডিবির উপ-কমিশনার মোল্লা নজরুল যুগান্তরকে বলেছেন, ইসলাম ও মহানবী (সা.)কে নিয়ে কটূক্তিকারীদের রেহাই নেই। তাদের ব্লগ ঘেঁটে উপযুক্ত তথ্যপ্রমাণ পাওয়া গেলে কঠোরভাবে আইনের মুখোমুখি করা হবে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, একইসঙ্গে ব্লগে মত প্রকাশের নামে যারা দেশের নেতা-নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য পোস্ট করবে তাদেরও ছাড় দেয়া হবে না। লিংকঃ Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.