আমাদের কথা খুঁজে নিন

   

বৈশাখে



আজই এ বৈশাখে রৌদ্র, লীলা তাণ্ডবে লাল সাদা আর হলুদ মুখে- ক্লান্ত দেহে মন হাসে আজই এ বৈশাখে । পূব গগনে প্রভাত হাসে কি সুবাসে প্রাণ নাচে? এক সাথে সব গান বাঁধে- আর যৌবনা মন উল্লাসে আজই এ বৈশাখে । সবখানে যেন তুলির আঁচে রঙিন রঙের চারপাশে আনন্দের আজ উৎসাহে- যেন মাতাল নারী ফুল সাজে আজই এ বৈশাখে । মেঘ এসে যায় কোন ফাঁকে বাজনা বাজে তার সাথে এক ফোঁটা জল দেয় ভিজিয়ে- রঙিন মরুর দিনটাকে আজই এ বৈশাখে । রাত্রি আসে দিন শেষে একলা আমি একসাথে মন মাতিয়ে সুর তুলি- আর বাঁধ ভাঙি সব দলবেঁধে আজই এ বৈশাখে । স্নিগ্ধতায় আজ সব ভাসে পূর্ণতায় আজ জল আসে এই দিন যেন পাই ফিরে- কোন কোন নতুন উৎসবে আজই এ বৈশাখে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।