৬২) বৈশাখে
জানিনা কতটুকু সময় পার হলে
অপেক্ষা খুব ভারী মনে হয়।
দুচোখের পাতায় নেমে আসে
ভোরের শিশির।
ভালোলাগা,ভালোবাসা শব্দগুলোর
কাছাকাছি যতগুলো আপন শব্দাবলী
তোমাকে দেবার কথা ছিলো ,
সবগুলো জমিয়ে রাখি।
কে জানে যদি আর না আসো
যদি জীবনের একটু দেখা হওয়া
আলো হয়ে জুড়ে থাকে মনের আকাশ।
যদি তুমি আমার আকাশ সীমায় মেঘ হয়ে আসো
খুব বৃষ্টি হয়ে ঝরো একদিন।
আমি না হয় সেই বৃষ্টিতে ভিজে হবো
স্নিগ্ধ সকাল।
বৈশাখের দিন গুলোতে
যখন শুনশান দুপুরগুলো দীর্ঘ হতে থাকে
কেবলি ধূসর হতে থাকি।
তোমার বাড়ীর ছাদ থেকে আমার আঙিনা ।
এক্কা দোক্কা খেলা।
বাতাবী লেবুর গাছটার ছায়ায়।
দুপুরের আকাশ দেখার ফাঁকে
কখনো? চোখ কি আমাতে ছিলো?
কে জানে বাতাবী লেবুর গন্ধ মেখে
কখনো কি আমি ও তোমার দিকে?
এই বৈশাখে তোমাকে যদি কাছে পাই।
খুব কাছে পাই একদিন মনে ভাবি।
এখনো সেই গন্ধময়্তা জুড়ে থাকে।
শুধু অস্পষ্ট তোমার চোখ দেখা হলো না কোনদিন।
এভাবে পিছন ফিরে থাকো যদি
আকাশের দীর্ঘ মেঘের পথ হয়ে।
কখনো পাওয়া হবেনা সেই তারাকে
যার খুব কাছে বসবাস ছিলো একদিন।
বৈশাখ এলে এইকথাটা ভাবনার ঘুঘু হয়ে
ডাকতে থাকে সকাল দুপুর রাত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।