মিথ্যেবাদী নই, প্রেমিক আমি ! যখনই বলি, “ভালবাসি” তোমার মুখে সেই একই কথা- “আমায় প্রমান দেখাও সত্যি ভালবাস কিনা!” যদি বলি, “একদিন তোমায় না দেখলে, দিনটিই যেন হয় বৃথা”। তুমি স্মিত হেসে বলে ওঠো, “প্রমান করে দেখাও দেখি তা”! আবার যখন বলি, “তোমায় ছাড়া একটি দিন, যেন এক শতাব্দির প্রতীক্ষা!” তখনও তোমার ঠোঁটে নিষ্ঠুর হাসি, “প্রমান কর দেখি তোমার এই ব্যাকুলতা”। আমার ধৈর্য নিয়ে আর খেলবে কত? এই যে শত অবহেলার পরও তোমায় নিঃস্বার্থ ভাবে বাসি ভাল এই কি সৃষ্টির শ্রেষ্ঠ প্রমান নয়? আমার চক্ষুস্মিত ঔজ্জ্বল্য, শরিরের শিহরন, হৃদয়ের নিদারুন ব্যাথা আর কণ্ঠের উপচে পরা আবেগ- তুমি কি একদমই বুঝতে পারনা? দেখনি? যখন বসন্ত আসে, নিমেষেই চারিদিক পুষ্পিত হয়। একটি ফুল যেন একটি সভ্যতা, কোন স্বপ্নই সেখানে মিথ্যে নয়। ফুলকে কখনো প্রশ্ন করেছ কি? “প্রমান কর আপন সৌরভ!” ফুলের আছে এক অঘোষিত প্রমান- প্রমানিত তার সকল গৌরব!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।